নির্বোধ বাঙ্গালি

নিরব সাগর ১২ এপ্রিল ২০২০, রবিবার, ০৪:৫৬:১২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

নির্বোধ বাঙালি
এম আর নিরব সাগর

আর কতকাল থাকবো মাগো
চুপ্টি করে মুখ।
করোনা যে করছে খালি
হাজার মায়ের বুক।

যে যার মতো চলছে সবাই
পরছে রোগে জড়ায়।
এক প্রশাসন কিভাবে মা
করবে তাতে লড়াই।

ধরলে পরে চলছেনা তো
কোনো রকম ঘুস।
তবু যেন কারোরি মা
হচ্ছে না তো হুস।

সবাই কেবল হাত পেতে থাকি
অদৃষ্টের ই পানে ।
আমরা কেন খুঁজছিনা মা
লক ডাউনের মানে।

মহাবিপদে ও বাঙালিরা করে
জন সমাগম।
দল বেঁধে দেখতে আসে মা
প্রাণঘাতী জম ।

নিজে যদি না রাখে কেউ
নিজেকে নিরাপদ ।
কে করিবে উদ্ধার মা
ধেয়ে আসা বিপদ।

দেবতা এসে বাড়িয়ে দেবে না
তার রক্ষা হাত।
সেও যখন জানবে যে মা
মৃত্যু আছে তাত।

           বাঙালিরা আজো হয়নি মানুষ                                 নির্বোধ এই জাতি।                                       সাত কোটি বাঙালির আজ                            আঠারো কোটি নাতি।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ