নির্জন দুপুরে

খাদিজাতুল কুবরা ২০ নভেম্বর ২০২১, শনিবার, ০৯:৫৯:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

 

জানি কোথাও কেউ নেই,
ছিলোনা কোনোদিন,
আসবে বলেও আশা জাগায়নি মনের গোপন,
তবুও রাত্রিজাগা, অপেক্ষায় ভালোলাগা, এ কোন অযথা  দহনে পোড়ে মন!
না আছে বিশেষ দিন, ক্ষন, সন,
যা আছে তা কেবল যাপিত যাপন কিংবা তথাকথিত জীবন।
অবেলায় বরণ করা বারণ লিখেছিল পুরাণ
সর্বাঙ্গে চোরাবালির আবরণ,
অতলান্তে স্রোতের অথৈ প্লাবন!
এ যে কুহক! সর্বনেশে আলেয়ার ডাক,
তবে কেন দিনরাত শুনতে পাই দূরের হাঁক?
কে আমারে ডেকে যায়?
আমার কেন সাড়া দেওয়ার তাড়া!
আমি তো ভয় পাই আমারই ছায়া,
এ কোন মায়ার আবেশে বন্ধি ব্যাকুল হিয়া!
এরই নাম কি ভালোবাসা!
ভালোবাসাতো এক ফসিল ,
যার অস্তিত্ব  নেই, ছিলোনা কখনো,
যা শুধু ভুল অতীত আর ভবিষ্যতের কল্পিত কঙ্কাল!
বর্তমানই সব বাকীটা আবহমান ।
একাকী, একাকী, আমার ভেতর আমি সম্পূর্ণ একাকী,
আমৃত্যু তা-ই থাকতে চাই।
হে মরিচীকা!
আমায় একা থাকতে দাও!

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ