
দূর-বিকেলে জেঁকে বসা বৃষ্টিতে
ভিজে ভিজে একাকার হতে হতে ক্রমশ শীতলতা
বিষণ্ণ-রাতের গভীরে তন্দ্রালু ঘুম এড়িয়ে,
যেতে হবে বহুদূর, ভেজা সড়ক আর ছিপছিপে
বৃষ্টি সাথে নিয়ে, নিঃসঙ্গ শূন্যতার হাঁদারামের মত
একটু গড়িয়ে-জড়িয়ে নিতে নিতে;
আহ্লাদী বেড়াল তুলতুলে লোমশ শরীর
মেলে ঘুমে কাতর, মাঘের মাসী!!
এখন আর তা নেই, এই রাত-প্রান্তে,
বাঘের চমৎকারিত্বে;
ধ্যান-ঘুমের বেড়াল জেগে উঠলেই
হালুম ডাক!!তা আর হবার নয়!
সত্যি বলছি, দিব্বি দিয়ে।
ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,
আমি/আমরা তখন কোথায় লুকবো
এই নিরুত্তরের পৃথিবীতে?
ছবি নেটের।
৩২টি মন্তব্য
তৌহিদ
সময় এখন এরকমই ভাইজান। মায়ের চেয়ে মাসীর দরদ বেশী। আবার বাঘের চেয়ে বাঘের মাসীর দরদ বেশী। কিন্তু বাঘতো বাঘই তাইনা।
তর্জনগর্জনে লুকোনোর জায়গা খুঁজে পাওয়া দুষ্কর।
ছাইরাছ হেলাল
সময় যখন আমাদের যেভাবে চালিত করে, তাই ই আমরা ।
এর বেশী কিছু না।
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
কোন দিকে যাব। আত্বীয় না বাস্তব দেশের নোংরা রাজনিতি, দুর্নিতি, না রাস্তায় অসহায় মানুষের পাশে মানবিক গুনে দাঁড়ায় তাদের দিকে।
অসহায় মানুষের পাশে যদি দাড়ান আর তা যদি হয় পুলিশের তদারকিতে তবে পুলিশ বাঁশ দেবে আবার যদি গুন্ডা শুন্ডা( রাজনৈতিক ক্ষমতাবাজ) হয় তারা মার দিবে। মহা মুশকিল বস।
গুরু উপায় বল না।
ছাইরাছ হেলাল
সব কিছু নিয়েই আমাদের জীবন।
যেখানে যখন যেমন ।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
তাই তো বস। জীবন চালানো খুব কঠিন হয়ে দাড়িয়েছে।
ছাইরাছ হেলাল
এমন কিছু সময় আমাদের জীবনে আসে। নির্মম সত্যের মত।
পপি তালুকদার
যেতে হবে বহুদূর, ভেজা সড়ক আর ছিপছিপে বৃষ্টি সাথে নিয়ে… জীবনের পথে নিঃসঙ্গ ই যেতে হয়!বেশ সুন্দর ভাবে অভিব্যক্তির প্রকাশ।
ছাইরাছ হেলাল
শেষ অব্দি আমরা আসলেই একা এবং একা, তাও যেতে চাই দূরে বহু দূরে।
ভাল থাকবেন আপনি।
রেজওয়ানা কবির
ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,
আমি/আমরা তখন কোথায় লুকবো
এই নিরুত্তরের পৃথিবীতে?
সুন্দর অনুভুতির প্রকাশ।
ছাইরাছ হেলাল
খালি কপি-পেস্ট দিলে তো কেমন জানি দেখায়!!
তাও ভাল। কিছু অনন্ত দিছেন। লিখতে হবে।
ভাল থাকুন।
রেজওয়ানা কবির
এটা কপি পেস্ট না ভাইয়া।যে লাইনগুলো আমার কাছে খুব বেশী ভালো লাগে আমি সেটাই লিখি।আর যেটা ভালো লাগে না,বা বুঝি না সেই পোস্টে আমি কমেন্টই করি না,এটা আমার বৈশিষ্ট্য।তাছাড়া এর আগেও বলেছি আপনার আর ছাবিনা আপুর বেশিরভাগ লেখায় কি জানি আছে,পড়লেই, পড়তে ইচ্ছে করে।ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আরে অভাবে বলিনি, বলেছি আর একটু লিখতে।
আপনি নিয়মিত পড়েন, সে জন্য অবশ্য ই ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
কোথায় আর লুকাবো নিরুত্তরের পৃথিবীতে? এগিয়ে যেতেই হবে সবকিছু আকড়ে ধরে। চুপচাপ সবকিছু মেনে নিতেই হয়। তর্জন গর্জনে কি লাভ তাতো দেখতেই পাচ্ছি। শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরন্তর
ছাইরাছ হেলাল
আকড়া-আকড়ি করেই বা কতদূর যাওয়া যাবে!! তবুও আমরা চলি সময়ের সাথে।
মেনে নিয়ে, উপেক্ষা করেও।
ধন্যবাদ দিলাম।
সুপায়ন বড়ুয়া
“ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,
আমি/আমরা তখন কোথায় লুকবো
এই নিরুত্তরের পৃথিবীতে?
যেখানে থাকবে ঘুম কাতুরে বিড়াল
হোক না বাঘের মাসি সুন্দর বিছানাতে।
থাকুন লুকিয়ে মহারাজ আপন আলয়তে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
লুকিয়ে লুকিয়ে বেড়াল ঘুম দিতে হবে দেখছি।
ভাই আমার, ভাল থাকবেন।
শামীম চৌধুরী
ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,
আমি/আমরা তখন কোথায় লুকবো
এই নিরুত্তরের পৃথিবীতে?
বাক্যগুলি মনে গেঁথে গেল। সত্যিই বলেছেন নিরুত্তোর পৃথিবীতে আমাদের পলাবার কোন জায়গ নেই।
ধন্যবাদ ভাইজান।
ছাইরাছ হেলাল
আসলেই লুকোনো বা পালানোর পথ নেই, সময়ের বাস্তবতায়।
ভাল থাকবেন। ভাই।
রেহানা বীথি
লুকানোর জায়গা খুঁজে খুঁজে হয়রান হয়ে ক্ষান্ত দিয়েছি। যা থাকে কপালে, দেখি কতদূর যাওয়া যায়!
কবিতায় বরাবরের মতোই মুগ্ধ হলাম ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনার চওড়া কপাল নিয়ে অনেকদূর যেতে পারবেন,
অন্যেরা কোথায় যেতে পারবে কে জানে!
অনেক ধন্যবাদ আপনাকে।
খাদিজাতুল কুবরা
সঙ্গতিহীন হোক কিংবা নির্ঝঞ্ঝাট হোক নিরব দর্শক হয়েই বাঁচতে হয়।
প্রতিবাদের প্রতিফল বুলেট কিংবা ছত্রিশ ঘা।
কে যাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে!
পৃথিবী যখন নিরুত্তর আমাদের লুকানোর জায়গা নেই।
ছাইরাছ হেলাল
সত্যই বলছেন, নিজেকে নিজের কাছে লুকিয়ে রাখা যাচ্ছে না, যায় না।
কঠিন সে সময় , একাকীর আমরা যখন।
শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
রাস্তায় আমাকে ‘ সিরাজ’ বলে ডাক দেয়। আর আমি শাসকের পদতলে বিদ্রোহী শস্য হয়ে মাথা তুলেই থাকি।
ছাইরাছ হেলাল
সিরাজ সাই বলে না তো!!
সময় আমাদের দেয়ালে আটকে ফেলছে ক্রমান্বয়ে।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
সারারাত তন্দ্রাহীন যদি যায় কেটে
তবে ধ্রুপদী সকালের মিষ্টি ডাকের
হাতছানিতেও বিষাক্ত লাগে।
যা ঘটে যাক না কেনো
চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হবে সবটা
কেননো প্রতিবাদী হয়ে মাথা তুলে দাঁড়ালে
মাথাটায় আর থাকবে না ঘাড়ের উপরে
ছাইরাছ হেলাল
কোন কোন সকাল সত্যই সকালের মোট হাসে না,
এ বাস্তবতা উপেক্ষার নয়, কঠিন সত্যের মুখে আমরা।
ধন্যবাদ।
হালিম নজরুল
নানান অসংগতি থাকবেই। তবে সময়ই উত্তম বিচারক। আমরা তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি, করব। একরাশ মুগ্ধতা।
ছাইরাছ হেলাল
সময় ই শ্রেষ্ঠ বিচারক , আমরা শুধুই চেষ্টার অংশীদার মাত্র, একদম ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
তন্দ্রালু ঘুম, ছিপছিপে বৃষ্টি, হাঁদারামের মত শূন্যতা। নিত্য নতুন শব্দ শিখে যাচ্ছি। তাইতো বলি বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র………..
শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
আরে এর একটি শব্দ ও আমি বানাইনি।
আমিও কিন্তু পাঠশালা খুঁজি, আপনি পেলে আমিও পাবো তা নিশ্চিত জানি।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
ভালো থাকার চেষ্টাটাই করে যাচ্ছি বড় ভাই নিরন্তর
ছাইরাছ হেলাল
ধন্যবাদ অবশ্যই।