নিরুত্তর পৃথিবী

ছাইরাছ হেলাল ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১১:১৭:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

দূর-বিকেলে জেঁকে বসা বৃষ্টিতে
ভিজে ভিজে একাকার হতে হতে ক্রমশ শীতলতা
বিষণ্ণ-রাতের গভীরে তন্দ্রালু ঘুম এড়িয়ে,
যেতে হবে বহুদূর, ভেজা সড়ক আর ছিপছিপে
বৃষ্টি সাথে নিয়ে, নিঃসঙ্গ শূন্যতার হাঁদারামের মত
একটু গড়িয়ে-জড়িয়ে নিতে নিতে;

আহ্লাদী বেড়াল তুলতুলে লোমশ শরীর
মেলে ঘুমে কাতর, মাঘের মাসী!!
এখন আর তা নেই, এই রাত-প্রান্তে,
বাঘের চমৎকারিত্বে;
ধ্যান-ঘুমের বেড়াল জেগে উঠলেই
হালুম ডাক!!তা আর হবার নয়!
সত্যি বলছি, দিব্বি দিয়ে।

ঊষার আহ্বানে দৌড়ে আসে ধ্রুপদী সকাল
মুখ-টিপে, মিষ্টি হেসে হেসে,
আমি/আমরা তখন কোথায় লুকবো
এই নিরুত্তরের পৃথিবীতে?

ছবি নেটের।

৫১৫জন ৩৪০জন
5 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ