ধৈর্য্যের বেড়িবাঁধে আঘাত লাগছে।
অপ্রতিরোধ্য দাঁড়িয়ে থাকি
আমি সফল হবো; দেখো সব হারিয়ে-
.
তারপর বেড়িবাঁধে
বেলি ফুলের সুবাস গজায় বুকে
আপোষে সে দখল নিবে জেনে
আমার পূর্ব ইতিহাস তোমায় কাঁদাবে।
.
দেখবে সেদিন–
উদ্বাস্তু সব ভুল মানুষের ভুল মিছিল,
.
প্রিয়তমা!
আপনি সেই সুবাসে জয়ী নারী
আপনার নিরাপত্তায় নিরাপদ বিপরীতে
জরুরি শান্তি বার্তায় আমাকে লিখতে হবে
একেএকে বিগত সব প্রেমিকারা মরে যাক
বাতাস কারো ভুল কান্না সয় না- এখন সুখ!
১৯৩জন
৯৩জন
১২টি মন্তব্য
আরজু মুক্তা
এমন একটা সুদিন আসুক। প্রিয়তমা চোখের জলে না ভাসুক। বেড়িবাঁধে নতুন নতুন ঘর উঠুক। শান্তির বাতাস বয়ে যাক।
কবিদের আশাবাদী হতে হয়।
শুভকামনা
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সফলতা কামনা করছি ভাইয়া। সুন্দর জীবন হোক, শান্তি বয়ে যাক জীবনের শেষ বেলা পর্যন্ত। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়
নাজমুল হুদা
আপনিও ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
সফলতা আসুক সব না হারিয়েই
দুঃসময়ে যে পাশে থাকবে তাকে মনে
রেখে বিগত সবাই মরে যাক সেটাই কাম্য
সুন্দর উপস্থাপন
ভালো থাকুন
নাজমুল হুদা
সুন্দর মন্তব্যে কবিতাটির ভাবার্থ ফুটে উঠেছে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍
রেহানা বীথি
সুখের সময় দীর্ঘায়িত হোক, সফল হোক জীবন।
চমৎকার লিখেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍