দ্বিধান্বিত-দ্বিখণ্ডিত হৃদয়, খাঁটি কৃতজ্ঞতা ঢের প্রশংসা,
বিছানো পথের পরিচ্ছন্নতায়;
ফাঁদের কিনারায় দাঁড়িয়ে শিকারির সহজ শিকার হচ্ছি কী-না
সে উৎকণ্ঠার কনকনে শীত/গনগনে ঘন তাপ হৃদয় জুড়ে;

সাফল্য গোলাপের হাতছানি সে তো ধোঁয়াশা দিগন্তে!
গোলাপ উদ্যানের বীণার সুর! বিষাদ নিরাময়ের ঔষধ!
মুসাফির হৃদয়ের মিলন-আলিঙ্গনে ছুঁয়ে যায়-না।
আত্মার গহীন অন্ধকার অন্তরালে, প্রভুর প্রতিশ্রুতি হয়ে-ও পৌছায়-না।

পর্বত-দৃঢ়তায় মুক্তি চেয়ে নেব! বিটকেলে সিঁদেল চোরের মত!
ভুল অনুশোচনায়, অনুশোচনার ভুলে!!
দ্বিধাগ্রস্ত ও নিয়ন্ত্রণহীন আঁধার রাতের অবসান,
সে তো একান্ত ই চাওয়া, হোক-না তা অপরিপক্ব উচ্চাশা
অন্ধ-কুপের অতলে বসে;

না-ছোড় আমি,
এ কোন স্মৃতির মহড়া নয়,
নূতন বছরকে স্বাগত,
সঙ্গিন প্রেমের বাসা-বাঁধা নিরঙ্কুশ-নিষ্কলুষ স্বপ্ন-পুরীতে।

ছবি নেটের।

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ