নিয়ম মানা !

সুপায়ন বড়ুয়া ১ মে ২০২০, শুক্রবার, ১২:১০:০৪অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

সব কিছুর এক নিয়ম আছে নিয়ম মানতে হয়
মতলববাজরা নিয়ম ভাঙে হেরে যাবার ভয়।

কিছু নিয়ম চিরন্তন হয় থাকে শাশ্বত
কিছু নিয়ম মানুষ করে মানে অবিরত।
সূর্য উঠে পূর্বদিকে পশ্চিমে যায় অস্ত
সূর্যটাই স্থির থাকে পৃথিবী ঘুরে ব্যস্ত।

ফুটবল খেলা বাইশ জনে একটি বলে হয়
সময় গুণে খেলে তারা গোলে পায় জয়।
ক্রিকেট খেলা বাইশ গজে ব্যাটে বলে হয়
বাউন্ডারি মারতে পারলে চার ছক্কা হয়।

বিচারপতি শপথ নিতে কোরান থাকে হাতে
সত্য মিথ্যা সাক্ষ্য দিতে হয় শপথ নিতে।
ভোটে তুমি জিতে গেলেই মন্ত্রী এমপি নয়
মন্ত্রী এমপি হতে হলে শপথ নিতে হয়।

লোনা জলে সাঁতার কাটলে শরীর হালকা লাগে
অনূকুলে সাতার কাটলে পৌঁছে যাবেন আগে।
ট্রেন চলে সিগনাল দেখে গাড়ি চলে বামে
উল্টো পথে চলতে গেলে দুর্ঘটনায় থামে।

নিয়ম যদি মেনে চলি বিপদ কেটে যাবে
স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা মুক্ত হবে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ