নিয়তি কাহন

বোকা মানুষ ৮ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০৪:০৬:৩২অপরাহ্ন কবিতা, সাহিত্য ১০ মন্তব্য

এখন আর আগের মত কথা হয়না।
বলা হয়না পাওয়া না পাওয়ার সাতকাহন।
তবে কি ফুরিয়েছে আমাদের সব কথা?
জানি ফুরোয়নি মোটেই, আছে অনেক বাকি।

হয়তো বলা হয়, শুধু জানতে পাইনা, এই যা।
গুন গুন কথারা ওড়ে অন্য কোনও বাতাসে,
সে বাতাস নড়ে চড়ে, ঢেউ ওঠে শিরশিরিয়ে।

আর অনেক না বলা কথা নিয়ে আমি বসে থাকি,
জানালার পাশের জারুল গাছটার কান্না শুনি,
দুরাগত বিমর্ষ বাতাস আমাকে বলে বলে যায়,
- এটাই তোমার নিয়তি, এটাই তোমার নিয়তি।।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ