নিতান্ত ভালবাসি বলে

সাগর আর্শেম ১৩ মার্চ ২০২০, শুক্রবার, ১১:০০:২৬পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

ফাগুনের কোন এক পাতাঝড়া মন্থর  বিকেলে  দুজনে হেঁটেছিলাম মহাকালের পানে ।আঙুলে আঙুল ছুঁয়ে ছিল সে পদবিহার  । তোমার তপ্ত নিঃশ্বাসে বেজেছিল বিদায়ের গান,
সবকিছু বুঝেও আমি নিশ্চুপ ছিলাম কেন জান তো?
দু'জনই যে একই বায়ুমন্ডলের শ্বাস নেই।
তুমি চাইলেই কি আর আমাকে দুরে সরাতে পারো?
নাকি আমি তোমাকে হারাতে দিই?

অতিক্রান্ত ৩ বছর পর, হয়তো তোমার মায়াময় অবয়ব কে অন্ধকার হাতড়ে খুজে পাইনা। হয়তো তোমার সিক্ত সুবাস হ্যামিলনের বাঁশিওয়ালার মতো মাদকতা আনেনা।  কিন্তু আমার সকল অস্তিত্ত্ব জুড়েই তোমার আলোড়ন।     আজও আমরা একই সাথে একই পথে  হেটে যাই।

তুুুমিও সেই একই সুরে গেয়ে যাও গান।

তবে আজকের সে গান বিদায়ের নয়, শূন্যতার।
আমার সুর কিন্তু গেয়ে যায় পাশে থাকার গান।
আমার দৃষ্টি তোমাকে দিয়েছিলাম বলে, চোখ দিয়ে আর দেখতে পাইনা
তোমার অভিমানী চোখ।
আঙুলের নির্লিপ্ত স্পর্শ আজ আর আমায় বিভোর উদাস  করেনা।করেনা বিবশ-মাতাল।

এরকম অনেক কিছুই হয়না অনুভূত।তবু্ও এত অপ্রাপ্তির ভিড়ে নিতান্ত ভালবাসি বলে আজও তোমায় ভালোবেসেই যাই।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ