নিটোল আনন্দের বসন্ত

ছাইরাছ হেলাল ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৪:৫৮:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

সকালের গভীরে জবজবা কুয়াশায়
গৃহস্থালি অস্থিরতা জেগে ওঠে,
ভোর-বসন্তের আলতো রোদ এই বুঝি
চুপি চুপি চুপিসারে পালিয়ে যাবার পায়তারা কষছে,
কাউকে কিছু না-বলে কয়ে, পরকীয়ার নিটোল আনন্দে;

হৃৎপিণ্ড ফুঁড়ে রক্তপাত ছলকে ওঠে,
বসন্তের বিমূর্ত ছবি অক্ষত শরীর-স্বাস্থ্য নিয়ে
এই বুঝি পালানোর স্বভাবজাত ফন্দি আঁটছে,
কুশার ছল ধরে, ছল করে;

ভুল-পথে পথ-ভুলে স্খলন পড়ন্ত যৌবনের মেকি সোনালি
সুখ সুখ দুঃখে খড়ের গাদায় নাড়ার আগুন পুড়বে পোড়াবে;

সযত্নের অবিচ্ছিন্ন মনের সোনার সিন্দুকে গচ্ছিত
বসন্ত ভালোবাসা নৈঃশব্দের হ্রদে ভেসে বেড়াবে
শহুরেদের জঙ্ঘার পচা ডাস্টবিন এড়িয়ে;

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ