• আমরা হলাম হুজুগে বাঙালি,নিজের দোষ ঢাকতে সরকারের দোষারোপ করতে ভালোবাসি।

দেশে সকল প্রকার জ্বালানীর দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বিশ্বের সাথে সমন্বয় করে কিন্তু এই অজুহাতে ফায়দা লুডছে বিভিন্ন যানবাহন মালিক ও জলযান ইজারাদার গন।

ধরাযাক,কোনো যানবাহন/ জলযানে ২০ লিটার তেলের দাম বৃদ্ধি পেয়ে খরচ বৃদ্ধি পেয়েছে ২০×৪৫=৯০০ টাকা।সেই অজুহাতে ২০০০যাত্রী ধরে তাদের কাছ থেকে আদায় হচ্ছে ২০০০×৩= ৬০০০ টাকা।

দিনদেশে বদনাম হচ্ছে সরকারের কিন্তু ফায়দা লুডছি আমি,আপনি,আমাদের মতো জনগণ।

শুধু তাই নয়,এর ফলে সরকারি ডাক্তার/সমাজ কর্মী /যারা সেবা দান করে তারা ৫/১০/২০ টাকা করে যার থেকে যেমন পারছেন নিচ্ছেন।গড়ে ১০ টাকা করে ২০ জন থেকে ১০×২০= ২০০। তারপরও দোষ দিচ্ছি সরকারের আর ফায়ার লুডছি আমি,আপনি।

এইবার গড়ে একটা বৃদ্ধির হার বেড়ে ইনকাম বেড়েছে জনপ্রতি ৩ টাকা আবার আসা যাওয়া বিভিন্ন যানবাহন ৩×৮= ১৮ টাকার খরচ বেড়ে যাওয়াতে লুফে নিচ্ছি ২০০ টাকা।

নিজের ফেসবুক পোস্টে যতই সৎ থাকি না কেন? পরম করুনাময় সৃষ্টিকর্তা ও নিজের বিবেকের কাট গড়ায় আমরা প্রত্যেকেই দোষী।

তাই শুধু সরকার ও জাতিকে গালি না দিয়ে আগে চলুন সবাই নিজেকে একটু পরিবর্তন করি, দেখবেন এই সমাজ এই রাষ্ট্র এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে।

ধন্যবাদ।।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ