
নির্বাক শব্দ নাবিক নিখোঁজ!
আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে জমা যতো ক্রোধ; ভাষাহীন জীবন্ত ফসিল..
পানকৌড়ি করে মুক্তোর খোঁজ...
নবজাতকের প্রিয়জন হারা হাহাকার..
আগামীর শিশু অন্ধকারে নিমজ্জিত;
খেলার নেশায় খেলোয়াড় মাতাল দিকভ্রান্ত !
ঘুণে ধরা পাণ্ডুলিপি পড়ে আছে এক কোণে দু:স্বপ্নে আড়ষ্ট বিবেক...
মানবতায় গ্রহণ ধরেছে ঘোর অমানিশা
কালের প্রহর অনিশ্চয়তা সংশয়,
তাল-সুর-লয়-ছন্দপতন !
জীবনের গতিপথ শঙ্কিত সমুদ্র ঘূর্ণিপাকের আশংকা... সবুজ অরণ্য বিবর্ণ বধির..
দামামা বাজিয়ে কখন রুখবে ঘোর বিদিশার অমানিশা!
নতুন প্রভাতের আলোয় কখন আলোকিত হবে এ ধরা!
কখন আসবে প্রাণের স্রোত আর জীবনের উচ্ছলতা!
নিস্পাপ মানব শিশু ফিরে পাবে জীবনের বারতা!
Thumbnails managed by ThumbPress
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শব্দ খুজে ফিরে আসব
শিরিন হক
ধন্যবাদ
মনির হোসেন মমি
এমন শব্দ কেবল খুজঁতেই শেষ শব্দের নাগাল পাওয়া যায় না।তবুও আশায় বুক বাধি।
শিরিন হক
আল্লাহ কাউকে নিরাশ করেন না।
মোঃ মজিবর রহমান
জানিনা কি খোজেন আপনি ভেজাল দুনিয়ায়। ছন্দপতন এধরায় আবার আসিবে কি নিরানন্দএর কুপকাত হয়ে স্বপ্নিল সুস্থধারার জীবন ব্যাবস্থা। শতকোন্দল আর কুমানব ভেংে আসবে কি পাকপবিত্রময় ধরা। আশায় বুক বেধে রই। 💚💚💚💚💚
শিরিন হক
আশায় বুক বেঁধেছি। নিশ্চই আসবে।
মোঃ মজিবর রহমান
সেটাই স্বপ্ন
তৌহিদ
সকল অন্ধকার কেটে আলোকরাজী নেমে আসুক এ ধরায়। নতুন দিগন্ত আলোকিত হোক নতুন প্রভাতের আলোয়।
আমাদের শিশুরা যেন পায় এক উজ্জল ভবিষ্যৎ।
দারুন লিখেছেন আপু।
শিরিন হক
তৌহিদ ভাই কৃতজ্ঞতা। অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ।
তৌহিদ
শুভকামনা রইলো আপু।
শামীম চৌধুরী
খুজে কিছু পেলেন আপু?
শিরিন হক
নারে ভাই। আপনি একটু খুঁজে দিন।
শামীম চৌধুরী
আচ্ছা আপু, পরেরবার যখন ক্যামেরা নিয়ে বের হবো তখন লেন্স দিয়ে খুঁজে বের করবো
রেহানা বীথি
আশা বেঁধে রাখি, আলো আসবেই একদিন।
সুন্দর লেখা
শিরিন হক
ধন্যবাদ আপু মন্তব্যে অনুপ্রাণিত হই
আরজু মুক্তা
আজকের শিশু, পৃথিবীর আলোয় এসেছে। আমরা তার তরে একটা সাজানো বাগান চাই।
শিরিন হক
ধন্যবাদ আপু
ছাইরাছ হেলাল
নিষ্পাপ শিশুর জন্য আগাম সতর্ক বার্তা আমাদের খুবই প্রয়োজন।
বিনির্মাণের আগামী-পৃথিবীর জন্য।
শিরিন হক
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। অনুপ্রেরণা পেলাম ভাই
ইঞ্জা
আলো আসবেই, আসতে যে হবে।
চমৎকার লিখেছেন আপু।
শিরিন হক
ধন্যবাদ ভাই
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান আপু।
সাবিনা ইয়াসমিন
অমানিশা কেটে একদিন আলো আসবেই। অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে আলোর চিহ্ন। নিখোঁজ শব্দ ছাড়াও লেখা যায় আর্তনাদের বীভৎসতা।
চমৎকার লিখেছেন। শুভ কামনা 🌹🌹
শিরিন হক
অনুপ্রাণিত হলাম আপু