
আকাশে মেঘ নেই,তবুও আঁধার।
ভরা শ্রাবণে নিখোঁজ বৃষ্টির বিজ্ঞাপন
রৌদ্র দীপ্ত দিনেও উত্তাপের অভাব।
কারণে অকারণে মন খারাপ,
চারদিকে বিষন্নতার বৈরী বাতাস।
ক্রমাগত ক্ষয়ে যাওয়া সময়
এগিয়ে যায়, নিরানন্দের অতল গহ্বরে।
অজানা দানব গ্রাস করে নিচ্ছে
নির্মল জোৎস্নার নির্যাস।
সব কিছুই চলছে থেমে থেমে
গতির আজ বড় অভাব।
সবুজ পাতায় হলদেটে ভাব
ঘাসের বুকে জমানো শিশিরে
মুক্ত ফোটে না আর।
গোধূলির আবিরে সন্ধ্যার কামনা।
মধ্য রাতে থেকে থেকে কুকুরের হাক।
লোডশেডিংয়ের কবলে রাস্তার ল্যাম্পপোস্ট।
আঁধারে কে আসে কে যায়
নক্ষত্রের তাতে কি আসে যায়।
তমস্যার প্রহর ভেঙ্গে, ভেসে আসা বাঁশির সুর
ফেরী করে নিয়ে আসে, প্রভাতের সংবাদে
হারিয়ে যাওয়া নিখোঁজ বিজ্ঞাপন।
১৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ফারজানা তৈয়ূব
সুন্দর লিখেছিস
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অসাধারণ সুন্দর একটা কবিতা পড়ে ফেললাম এক রাশ মুগ্ধতা নিয়ে।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
নিতাই বাবু
চমৎকার লিখেছেন, দিদি। ভালো থাকবেন।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো।
নার্গিস রশিদ
মুগ্ধতা ছড়িয়ে গেল । অনেক শুভ কামনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
বিষন্নতায় আশপাশ ভরপুর, অকারনে মন খারাপের আকাশটাও থেমে যাচ্ছে, এরই নাম কি জীবন!!! কি জানি???
ভালো লিখেছেন আপু।শুভকামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপু। শুভ রাত্রি।
আলমগীর সরকার লিটন
গভীর এক ভাবনাময় মুগ্ধতার ছোঁয়া কবি আপু
ভাল থাকবেন———
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
আমরা ও পরিবেশ দুটোই বিমুখ হচ্ছে ধীরে ধীরে। উত্তোরন নেই যেন কোথাও!!
হালিমা আক্তার
সত্যি এ যেন বিপরীত দিকের পদযাত্রা। ধন্যবাদ ও শুভকামনা রইলো।