নিখোঁজ বিজ্ঞাপন

হালিমা আক্তার ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১২:৫৫:০৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আকাশে মেঘ নেই,তবুও আঁধার।

ভরা শ্রাবণে নিখোঁজ বৃষ্টির বিজ্ঞাপন

রৌদ্র দীপ্ত দিনেও উত্তাপের অভাব।

কারণে অকারণে মন খারাপ,

চারদিকে বিষন্নতার বৈরী বাতাস।

ক্রমাগত ক্ষয়ে যাওয়া সময়

এগিয়ে যায়, নিরানন্দের অতল গহ্বরে।

অজানা দানব গ্রাস করে নিচ্ছে

নির্মল জোৎস্নার নির্যাস।

সব কিছুই চলছে থেমে থেমে

গতির আজ বড় অভাব।

সবুজ পাতায় হলদেটে ভাব

ঘাসের বুকে জমানো শিশিরে

মুক্ত ফোটে না আর।

গোধূলির আবিরে সন্ধ্যার কামনা।

মধ্য রাতে থেকে থেকে কুকুরের হাক।

লোডশেডিংয়ের কবলে রাস্তার ল্যাম্পপোস্ট।

আঁধারে কে আসে কে যায়

নক্ষত্রের তাতে কি আসে যায়।

তমস্যার প্রহর ভেঙ্গে, ভেসে আসা বাঁশির সুর

ফেরী করে নিয়ে আসে, প্রভাতের সংবাদে

হারিয়ে যাওয়া নিখোঁজ বিজ্ঞাপন।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ