
নিয়তি নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারি না বলেই হয়তো পেয়েও হারানো যন্ত্রণা গুলো কেবল কথা হয়ে বেরিয়ে পড়ে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে। একটু শান্তিতে নিঃশ্বাস নিতে। কিন্তু সত্যিই কী শান্তি মেলে এতে? যন্ত্রণাগুলোকে কথা হয়ে ঝরাতে পারে বলেই কী কথকরা নিজেদের ভুলে থাকতে পারে? ভালো থাকতে পারে শ্রোতাদের আত্মার তৃপ্তি জুগিয়ে?
সেদিন নিয়নবাতির ঝাঁপসা আলোয় দাঁড়িয়ে প্রেমিক এক পৃথিবী শূন্যতা বুকে আঁকড়ে তার প্রিয়তমাকে দূর থেকে হাত নেড়ে বিদায় জানালো।
এক জন প্রেমিকের জন্য তা কতোটা যন্ত্রণাময় তা আপনারা জ্ঞানীগুণী জন জানেন নিশ্চয়ই।
অশ্রু সিক্ত নয়নে প্রিয়তমা চেয়ে চেয়ে দেখলো একটু একটু করে অস্পষ্ট হয়ে যাওয়া তার অবয়বখানি। অসহ্য যন্ত্রণা হলেও ফেলতে পারেনি একফোঁটা অশ্রু বিন্দু। ট্রেনের প্রচণ্ড সাইরেনের শব্দের সাথে সাথে মিলিয়ে গেলো তার শেষ কথাখানি। ‘খোদা হাফেজ’।
একজন আজন্ম শূন্য প্রেমিককে আরও আরও শূন্য হতে দেখতে দেখতে আড়াইশো কিলোমিটার দূরে চলে গেলো প্রিয়তমা। আর নিঃসঙ্গ বেদুইন রাত হলো তার সঙ্গী। শূন্য সে প্রেমিক নিঃসঙ্গ বেদুইন রাতে কথার ঝুড়ি থেকে অজস্র কথা এনে শ্রোতাদের মন মাতাতে থাকলো। এতে কি প্রিয়তমার থেকে দূরে থাকার যন্ত্রণা লুকাতে সক্ষম হয়েছিল সেই প্রেমিক? নিঃসঙ্গ বেদুইন রাত কী পেরেছিলো কাছে পেয়েও তাকে ধরে রাখতে না পারার ব্যর্থতা ঢাকতে।
প্রিয়তমার বুক কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হলেও চলে যেতে হয়েছিল দূরে। নিরুপায় প্রিয়তমা পারেনি একছুটে গিয়ে তার বুকে আঁকড়ে পড়তে। একটা চুমুর টিপ আঁকতে পারেনি তার কপালে। তাকে আলিঙ্গন করতে না পারার যন্ত্রণায় ছটফট করতে করতে চলে যেতো হলো দূরে, বহুদূরে।
৩১টি মন্তব্য
অনন্য অর্ণব
প্রেমিক হৃদয় কখনোই শুন্য থাকে না। হয়তো আনন্দে অথবা কষ্টে পরিপূর্ণ প্রেমিকের মন। অনেক অনেক শুভকামনা আপনার আড়াইশো মাইল দূরে থাকা প্রিয়জনের জন্য ❤️
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
দিদিভাই প্রেমিক হৃদয় কখনোই শুন্য থাকে না।
কখনো আনন্দ, অথবা কখনো কষ্টেপরিপূর্ণ, চমৎকার একান্ত অনুভূতি, আপনার জন্য মূভ কামনা, প্রিয়জনের জন্য ভালোবাসা।
সুরাইয়া পারভীন
দাদা আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
প্রিয়তমার বিচ্ছেদের অনুভূতি গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
এ বিচ্ছেদ ব্যথা, লেখার গুণে হয়ে উঠল মোহনীয়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
বেদুইন বিচ্ছেদে এমন লেখা! রাতের বেদুইনকে এই জন্য ভালোবাসতে নেই। প্রেমিকার মনে হাহাকার উঠে।
এলোমেলো বলছেন? দারুণ লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
সবকিছুই যখন এলোমেলো
তখন আর কথা আর কতোটা গোছানো হবে ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
এতো এলোমেলো করে রাখতে বলছে কে? গুছিয়ে নেন, না পারলে ছুঁড়ে ফেলে দেন আঁস্তাকুড়ে।
সুরাইয়া পারভীন
গোছাতে না পারলে ছুঁড়ে ফেলতেই তো হবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন অনন্য অর্ণব
মাহবুবুল আলম
একান্ত অনুভূতি ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
অসাধারণ, চমৎকার । ভালো থাকুন সবসময়l
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
বেদুইন শব্দটির মধ্যেই মরুময় নিঃসঙ্গতা বেজে চলে।
না-থিতু হওয়াই নিয়তি সেখানে।
অনন্য অর্ণব
কিন্তু এখন দুনিয়ার নিয়ন্ত্রণ করছে এই বেদুইন ইহুদি জাতি, সেটা বুঝতে হবে ভাই😄😄
ছাইরাছ হেলাল
হা হা, তারাই এ গ্রহের কর্তা!
মানি বা না-মানি!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন @ছাইরাছ হেলাল ভাইয়া। ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
কি দরকার ছিল বুকে এতো কষ্ট নিয়ে বিদায় জানানোর? এক সাথে থেকে গেলেই তো পারতো।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আপনার এই প্রশ্নের উত্তর নেই গো ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
উত্তর যে নেই সেই উত্তরটা তো পেলাম…….শুভ সকাল।
সুপায়ন বড়ুয়া
“নিঃসঙ্গ বেদুইন রাত কী পেরেছিলো কাছে পেয়েও তাকে ধরে রাখতে না পারার ব্যর্থতা ঢাকতে। “
নিঃসঙ্গ বেদুইন,
প্রেনিক শুন্য রাতে
খুঁজে ব্যর্থ প্রেমিকাকে ?
সফল হওয়ার সম্ভাবনা কতটুকু?
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
সে কথক
তাই অজস্র কথার সৃষ্টি করে
ঢাকতে পেরেছিল তাকে না ছুঁয়ে থাকার ব্যর্থতা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
বিচ্ছেদ ব্যথার সুন্দর উপস্থাপন।
শুভকামনা রইলো ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মোঃ মিজানুর রহমান সুমন
আপনার লেখা পড়া হয়নাই কখনো আগে…
খুব ভালো লেখেন তো আপনি, ভালো লেগেছে খুব
সুরাইয়া পারভীন
সোনেলা পরিবারে স্বাগতম আপনাকে
ধন্য আমি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
প্রেমিকের দূরে থাকা যেখানে অকল্পনীয়, সেখানে ২৫০ মাইল দুরত্ব হিমালয়ের উচ্চতাকেও হার মানায়। আহারে, এই কষ্ট বুঝতে জ্ঞানি গুনী নয় প্রেমিকা হইতে হপ্পে 🙁
কবে যে এই রকম অসহায় প্রেমিকা হয়ে দুঃখের লেখা লিখতে পারবো!!!
সোনালী
আপু যাহ্! কি যে বলেন🙈🙈🙈
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়