নিঃসঙ্গ প্রহর

কামরুল ইসলাম ২৭ মে ২০২০, বুধবার, ০৯:৩৫:০৭পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

বিষণ্ণতায়,  কেঁদে বেড়ায় মেঘ ~

বাতাসে উষ্ণ শিহরণ,  বাড়ে ভাবনার গতিবেগ  ~

একাকীত্বের সকাল,  টাপুর টুপুর পড়ে বৃষ্টি ~

ছুটে চলা সময়, অলস কাটে অনাসৃষ্টি ~

বুকে যত প্রেম,  নোনা জলে ভিজে এই প্রভাতে ~

স্বপ্নরা করে উপহাস,  শিউলী ঝরা রাতে ~

ব্যথিত মনে বিষণ্ণতা বাড়ে, বিবর্ণ হয় বিবর্তনের আকাশ ~

মেঘ কেঁদে হালকা হয়,  পথিক ফেলে তার দীর্ঘশ্বাস ~

তুমি নেই,  তাই কোলাহল কমেনি এই শহরে ~

শুধু শূণ্যতায় ভাসি আমি,  নিঃসঙ্গ প্রহরে  ।।

 

রচনা কাল ঃ ২৭/০৫/ ২০২০

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ