নিঃসঙ্গ দাড়কাক (কথোপকথন)

সুরাইয়া পারভীন ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৪:৫৪:০৪অপরাহ্ন অন্যান্য ৩৫ মন্তব্য

কী করছেন আপনি?

-হাহাহা। কাজ ছাড়া আর কী?

সারাজীবন তো সেটাই করলেন, এবার একটু প্রেম টেমও করুন🙈🙈

-আচ্ছা এসো তবে মিলি

মন থেকে ডাকছেন না নিশ্চয়ই

-প্রাণ থেকে

তবে চলুন সব বাঁধা উপেক্ষা করি

-এসো

কেউ কেউ আমৃত্যু একা,এই নিঃসঙ্গ দাড়কাকের মতো

আমিও ঠিক তেমনি গো!

-না। আমি কি নেই হয়ে গেছি?

সকাল সকাল বাজে বকা। আপনি থাকুন, দীর্ঘজীবী হন। খুদা লেগেছে

 

-কী খাবে?

আগে লেবু চা পরে অন্য কিছু

-আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!

খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে

জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ

 

-সর্বনাশ করবো নাশ! নদীর জলে আজলা ভরে নেব না হয়

-সর্বনাশের খেলায় উঠলে মেতে বেয়ারা বেপোরোয়া আমি এমনই হয়ে যাবো লাশ!

-বলো না সে কথা

তব আজলাতে হবে কী ঠাঁই?

-আজলা ভরে জড়িয়ে সুখ, নেবো বুকে টেনে

সুখের আঘাত হেনে!

সুখে যে আমার বড্ড অসুখ গো, তাই সুখবোধে নয় অসুখবোধেই তুমি থেকো।

 

ছবি-আমার

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ