
নিঃসঙ্গ নিস্তব্ধ এ সময় ভীষণ একা লাগছে,
তোমার কথা ভেবে দুচোখে অশ্রু ঝরছে,
তোমারও কী নিঃসঙ্গ সময় কাটছে?
আমায় ভেবে তুমিও কি অশ্রু জলে সিক্ত!
দু’জন দু’জনাতে খুঁজেছি প্রশান্তি
পাইনি তা,পেয়েছি কেবল অশান্তি
অশান্ত এ মনে প্রেমের আগুন জ্বলছে,
জ্বলে পুড়ে ছারখার হচ্ছে হৃদয়!
নিশ্চিত জেনেই তুমি জ্বালালে প্রেমের আগুন,
এই দহন জ্বালায় জ্বালাবে বলে আমায় সারাক্ষণ!
প্রশান্তির স্পর্শে স্পর্শিত করতে তোমায়-
অগ্নিগিরির জ্বলন্ত লাভায় জ্বলছি,
তবু যেনো পাও তুমি একটু প্রশান্তি!
২৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
পরে আসব।
সুপর্ণা ফাল্গুনী
একজন জ্বলন্ত লাভায় জ্বলেও অন্যের প্রশান্তি খুঁজে বেড়ায় হায়রে প্রেম, হায়রে ভালোবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুরাইয়া পারভীন
হ্যাঁ দিদিভাই
চাওয়া একটাই। ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো
আন্তরিক ধন্যবাদ জানবেন
মোঃ মজিবর রহমান
নিশ্চিত জেনেই তুমি করেছ দগ্ধ
ভালোবাসা করুন জ্বালায় জ্বালাচ্ছ
তবুও তুমি প্রশান্তি এটা আমার ইচ্ছে।
দারুন শান্তি দিলে প্রেমিকে আপু।
সুরাইয়া পারভীন
সেটাই তো। একজন অন্তত ভালো থাকুক
আন্তরিক ধন্যবাদ জানবেন
আলমগীর সরকার লিটন
চমৎকার এক প্রেমও প্রাপ্তির ভাবনা
অনেক শুভেচ্ছা রইল কবি আপু————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
“নিঃসঙ্গ নিস্তব্ধ এ সময় ভীষণ একা লাগছে,
তোমার কথা ভেবে দুচোখে অশ্রু ঝরছে, “
নি:সঙ্গ সময়ে বড় একা লাগে।
সত্যি কথাটা সুন্দর উঠে আসছে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
ভালোবাসা দিয়েও সুখ আছে,
যাকে তাকে তো চাইলেই ভালোবাসা যায়না।
যাকে মন ভালোবাসে তার জন্য অনুক্ষণ জ্বলতেও দ্বিধা নেই।
ভালোবাসার অনলে পুড়েই কবিমন খাটি হয়।
খুব সুন্দর লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
সবাইকে ভারোবাসা যায় না
সবার জন্য মায়া আসেও না
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগময় প্রকাশ — নিশ্চিত জেনেই তুমি জ্বালালে প্রেমের আগুন,
এই দহন জ্বালায় জ্বালাবে বলে আমায় সারাক্ষণ!
শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
একজন অন্তত প্রশান্তি নামক বস্তুটি নিয়ে বাঁচুক।
সুরাইয়া পারভীন
একদম তাই
শান্তিতে প্রশান্তিতে একজন অন্তত বেঁচে থাকুক
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আরজু মুক্তা
হায় ভালোবাসা। জ্বলে পুড়ায়ও। শান্তি ও পায়
সুরাইয়া পারভীন
ভালোবাসায় জ্বলে পুড়েও শান্তি সুনিশ্চিত গো আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
নিতাই বাবু
আহা্ দিদি, আদর্শ কটন মিলের ভেতরে থাকা অবস্থায় স্কুলজীবনের আমার একটা ঘটনা স্মরণ করিয়ে দিলেন, আপনার কবিতার পঙক্তিতে।
এখন আর ওই নিয়ে লেখা যাবে না, শুধু ভাবা যাবে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন
কামাল উদ্দিন
প্রশান্তি জায়গায় অশান্তি হলেতো জীবনটাই ছাড়খাড়। প্রেমের আগুন মানুষকে জ্বালায় পোড়ায়, তবু দিল্লীর লাড্ডু আমরা কেউ ছাড়তে রাজী নই। তবে ব্যর্থ প্রেম কিন্তু কবি সৃষ্টিতে বেশ সহায়ক আপু……….শুভ সকাল।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
এটা কিন্তু আপনি দারুণ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
এখন আর সেই যুগ নেই, বুঝলেনতো আপু! একজন ভালোবেসে কষ্ট পেলে অন্যজন সুখে ঘর করে।
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
সুরাইয়া পারভীন
হুম জানি তো ভাইয়া
যা আছে সবটাই স্বার্থের মোড়কে ঢাকা
আন্তরিক ধন্যবাদ জানবেন