এখন সময় এসেছে/সময় হয়েছে, বয়স ও বোধবুদ্ধি দিয়ে/নিয়ে,
অবশিষ্ট যেটুকু আছে, ইঁচড়ে পাকা হিংসের চাষবাস ঠেলে ফেলে
শেকড় সন্ধানের; নূতনের চারাগাছ জন্মাবে, নিরেট সখ্যতার বেড়াজালে।

প্রবল শৈত্যের বিদায়, আলো-ঝলমল রোদ, পাতাঝরা বসন্ত মুহূর্ত,
কৃতজ্ঞতার মত ঝুলে আছে থোকাথোকা ফুলে,
এ এক মন আনমন করা আনন্দানুভূতি।

এক চিমটি ফষ্টির সাথে এক মুঠো নষ্টি মিশিয়ে, অকৃপণ বসন্ত নিজেকে
বিলায় আঁটোসাঁটো পোশাকে, দেহের বাঁকগুলো মেলে/তুলে ধরে
এ বেলা থেকে বেলায়;

বৃক্ষরাজির ঈষৎ আড়াল-পর্দায় প্রেমিক জন ভাগ চাচ্ছে
সাধারণের নৈতিকতা মুছে ফেলে;

বসন্ত বছরান্তে একবার ই আসে, শীতল ছোঁয়া ঘাসের ডগা ছুঁয়ে
অভ্যাস মত।

সময়-হীন-কাল ধরে ঋতুরা বেঁচে থাকে/বাঁচিয়ে রাখে
নিঃশ্বাস-নিঃশ্বাসে বিশ্বাস-বিশ্বাসে সবুজের পৃথিবীকে;
আপনাপন হৃদয় ঢেলে/মেলে।

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ