নিঃশব্দে নীরবে রয়েছ মোর হৃদয় মন জুড়ে।

কখনো পাইনি সাড়া তবুও থেকো অন্তর জুড়ে।

আছো অন্তরে এটাই যে মোর বড় সান্ত্বনা।

তবুও থাকো নীরবে তোমার কাছে বিণীত প্রার্থনা।

তোমার চাই অর্থ বৈভব বিত্ত্ব।

আমার আছে নিঃসম্বল চিত্ত।

তোমাকে যেতে হবে পার্টি ক্লাবে।

নিঃস্বের পক্ষে তা সম্ভব নয় কোনভাবে।

তোমার চাই নিত্য নতুন শাড়ি।

দেবার নেই মুরোদ চুড়ি বেলোয়ারী।

থাকি আমি ভাঙ্গা জীর্ণ কুঠিরে।

চাও থাকতে তুমি স্বর্ণকুঠিরে।

বৃষ্টি তোমার প্রিয় তাই ছাদে চাও দোলনা।

বৃষ্টিতে অপরূপ সবুজ প্রকৃতির লতাপাতাই আমার দোলনা।

আমি খোলা আকাশে দেখি তারার আলো।

তুমি হাতের মুঠোয় নিতে চাও পুরো চাঁদের আলো।

চাওয়া পাওয়ার আকাশচুম্বী প্রত্যাশা।

সাধারণ মানুষের থাকে নগণ্য প্রত্যাশা

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ