মেঘ পরী অই উড়ে যায় দেখো,
হাতে নিয়ে তুলোর মতো পাজা করা মেঘ,
ঠোঁটের কোণে একটু হাসি ।
যেনো হারিয়ে দেয়া খেলার রেস,
পিছে ফেলে সবাইকে।
হেরে যাওয়ার কস্টে ছলছল চোখে দেখি ,
মেঘ পরীর মেঘে ভেসে যাওয়া ,
স্বর্গের পানে তাঁর ইচ্ছের পাখনা মেলা ।।

তাঁকে তেমন চিনিনা , সোনেলায় লেখা তাঁর পোষ্ট গুলোর মাঝে তাঁকে যতটুকু চেনা । তিনি আমাদেরই একজন ছিলেন । নাম নিয়েছিলেন স্বর্গের মেঘ পরী । আমাদের সবাইকে পিছনে ফেলে স্বর্গে চলে গেলেন তিনি ।

উৎসর্গ :  স্বর্গের মেঘ পরী ।

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ