খিদে পেটে কবিতার গলিতে
ঢুকতে ইচ্ছে করে না!
ওসব গলি ওই চামচিকেদের
পতিতালয় আর পান্থশালা!
ওরা ওখানে মুখোস পরে
যখন-তখন ঢোকে আর
নেশার ঘোরে বীর্য বিনিময়,
আবার ভদ্র বেশে বেরিয়ে যায়!

মা বলে ওতো কবিতা মারিও না!
বোনের বিয়ে,বাবার অসুখ!
কোন শতাব্দীতে কবির হাত,
ছেড়া নেকড়ায় চোখের জল মুছে,
কবে ভাত দিয়েছে? বলতো হবু কবি!

কবিরা শুধু নিজে খাই! খেতে দেয় না!
মানুষ আসে! মানুষ কাঁদে!
মানুষ না খেয়ে আদি থেকেই মরে!
কবি শুধু সাহিত্য দিয়ে
আফিং আর গাঁজার নেশা করে!
ক্লান্ত মিটায়!জিরোয়! শোয়!
অমরত্ব নেশার ঘোরে থাকে
সারা চোখে মুখে আজীবন ভোর!

না খাওয়া- ক্ষুধার্ত কবিতা
পড়ে থাকে খিদের জ্বালায়
মায়ের চোখের জলে আর
মহাকালের অন্ধকার গর্ভে!
নর্দমা ঘেটে কেউ কবিতা খোঁজে না!
খোঁজে শুধু ক্ষুধার্ত মানুষ!

@ বাড়ি
তারিখ-৩১/১০/১২
সময়-৪ঃ০৯ বিকেল

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ