
মৃত্যু-রস চুষে/শুষে নেবে বলে
দন্তিল হাসিতে হাসছে, করোনা;
জমিয়ে রাখা একান্ত পরমায়ু
তুমুল মিশুক ভাবে
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দিয়ে
রোড-ম্যাপ খুলে নিশানা মেলাচ্ছে
তীব্র সুখ-সুখ লীলাময়তায়,
নিরীহ নিরিবিলিতে;
নির্বাণের প্রচ্ছন্ন তীর্থ-যাত্রার সুবাস
আটকে আছে লাশের ভিড়ে,
বিপর্যয়ের সকালে;
ঈশ্বরের কাছে নালিশের পাণ্ডুলিপিটি
সংযুক্তি সহ এবার পাঠাতেই হবে দেখছি।
ছবি……নেটের।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
করোনা তার সৌন্দর্য নিয়ে বসে আছে আমাদের ট্যাপে ফেলে রক্ত শুষে খাবার জন্য। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে সাবধান হই।বিধাতা সবার সহায় হউন
ছাইরাছ হেলাল
বিধাতার সাহায্য ছাড়া আমরা খুব-ই নিরুপায়।
সাবধানে থেকে ভাল থাকুন এ আশা রাখি।
জিসান শা ইকরাম
করোনা আতংকে আছি,
ঈশ্বরের কাছে নালিশ বা আবেদন করতে হবে সবাইকেই।
ছাইরাছ হেলাল
ঈশ্বর দয়াময়, তিনিই আমাদের রক্ষা করবেন।
সুপায়ন বড়ুয়া
ঈশ্বরের কাছে নালিশের পাণ্ডুলিপিটি
সংযুক্তি সহ এবার পাঠাতেই হবে দেখছি।“”
নালিসে মুক্তি মিলে না।
আপোষে মিলে। ঘরে থাকুন। সুস্থ থাকুন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
চমৎকার বলেছেন দাদা 🙂
ছাইরাছ হেলাল
অবশ্যই ভাই চমৎকার করেই বলেছেন।
ছাইরাছ হেলাল
এটিও আপোষ!
নীচে বলতেছি একটু গুছিয়ে।
আপনি- ও ভাল থাকবেন এ কঠিন সময়ে।
সুপায়ন বড়ুয়া
ভাল বলেছেন ভাইজান
ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনার মঙ্গল কামনা করি, ভাই।
সাবিনা ইয়াসমিন
ঈশ্বরের প্রকোপ থেকে বাঁচা যাবে না মহারাজ। আমাদের যেমন নালিশের পান্ডুলিপি আছে তেমনি তার হাতে আছে আমাদের লক্ষ-কোটি নিয়ম ভঙ্গের বিশাল গ্রন্থাগার। একমাত্র নিবিষ্ট মনে ক্ষমা চাওয়া আর প্রায়শ্চিত্তে মিলতে পারে প্রতিকার। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজগতকে ক্ষমা করুন এই দোয়াই চাই।
ছাইরাছ হেলাল
ঈশ্বরের কাছে তাঁর বান্দারাই আপন, করোনা থেকে।
“রাসুল একটি নারীকে বন্দী অবস্থায় দেখতে পেলেন, তার নিকট থেকে তার সন্তান পৃথক করে দেয়া হয়েছিল, তাই অন্য কোন সন্তান কাছে পেলেই বুকে জড়িয়ে নিত, নিজ সন্তানের জন্য ছটফট করে ছুটাছুটি করতো। শেষে সন্তান ফেরত পেলে বুকে জড়িয়ে স্তন দান করে। রাসুল সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, এই স্ত্রী লোকটি কি তার সন্তান-কে আগুনে নিক্ষেপ করতে পারে? সবাই সরব উত্তর দিল,
না; ইয়া রাসুলাল্লাহ। তিনি বললেন, তা হলে আল্লাহর কসম, এই নারী থেকেও আল্লাহ তাঁর বান্দাগণের প্রতি বেশি স্নেহপরায়ণ।”
বান্দারা হেলাফেলায় শিশু-মনে ছুটোছুটি/হুটোপুটি/মেশামেশি/গা-ঘেঁষাঘেঁষি/চাওয়া-চাওয়ি/খুনসুটি করেছে/করে/করবে প্রকাশ্যে/গোপনে। ঈশ্বরের দয়া/ক্ষমা তাঁর ক্রোধ থকে শক্তিশালী। অতএব বুঝতেই পারছেন চান্স আমাদের থেকেই যাচ্ছে।
ঈশ্বর গোল-চোখে একটু তাকালেই করোনা পাততাড়ি গুটিয়ে পালানোর পথ পাবে না। বন চটকানোর দরকার-ই পরবে না।
নালিশের ভয় দেখিয়েছি মাত্র, এতেই হয়তো করোনার কাঁদাকাটা শুরু হয়ে গেছে।
ব্যাপার না, আমারা তো আল্লাহর-ই বান্দা!
সুখে থেকে নিরাপদে থাকুন। দোয়া চালু আছে রব্বুল আল আমিনের কাছে।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, বলতে লজ্জা পাচ্ছি কিন্তু বলেই ফেলি। এই হাদিসটা অন্য অনেকের মতো আমিও জানতাম। দূর্যোগের এই দিনে বেমালুম ভুলে গেছি। এটাকেই হয়তো ঈমানী পরীক্ষা বলে। ভয়ের তাড়নায় আমরা সৃষ্টিকর্তাকে ডেকে ডেকে গলা শুকিয়ে ফেলি, আক্ষেপ করি, অথচ তিনিই আমাদের বলে দিয়েছেন কিভাবে বিপদের সময়ে ধৈর্য আর বিশ্বাসের ভিত শক্ত রাখতে হয়।
ধন্যবাদ অনেক অনেক 🙂
ইসিয়াক
চমৎকার প্রতি মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন হেলাল ভাই।
ভালো থাকুন সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
আল্লাহ সবার সহায় হোন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
এ ভূষণ নির্ভেজাল ভাবে একান্তই আপনার/আপনাদের!
এ সময়ে ভুল করা/ভুলে যাওয়া নৈমিত্তিকতা মাত্র।
রব অবশ্যই আমাদের মাফ করে দিবেন নিজ গুণে এ আশা সারাক্ষণের।
ভাল থাকুন।
তৌহিদ
করোনায় জীবন স্থবির হয়ে আছে। তবু বাঁচার চেষ্টা করতেই হবে। ক্ষমার মালিক ইশ্বর। যদি মৃত্যুও হয় তবু যেন সবাই ভালো থাকে এটাই কাম্য।
ভালো থাকবেন ভাই।
ছাইরাছ হেলাল
আল্লাহ-ই আমাদর শেষ আশ্রয়াস্থল,
একমাত্র তাঁর-ই সাহায্য কামনা করি।
ইসিয়াক
নিশ্চয় আমরা একদিন এই দুঃসহ সমস্যা থেকে মুক্তি পাবো।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমাদের সতর্কতা আবশ্যক।
চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়ায় রাখবেন।
এস.জেড বাবু
স্রষ্টার কাছে নালিশের পাণ্ডুলিপিটি
সংযুক্তি সহ এবার পাঠাতেই হবে দেখছি।
এমন এক লগ্নে আর দেরি কেন ভাইজান !
আমরা মঞ্জুরের অপেক্ষায় সমস্ত মানব জাতি।
ছাইরাছ হেলাল
ঈশ্বরকে এ সময়ে এর বেশি বিরক্ত করা ঠিক হবে কিনা বুঝছি না,
তবে ইশারায়ে কাফি ভেবে নিচ্ছি।
অবশ্যই আমরা তাঁর বান্দারা তাঁকেই রব মানি/জানি।
ভাল থাকুন তাঁর-ই কৃপা-প্রার্থীর বেশে।
এস.জেড বাবু
বিধাতা বিরক্ত হলে হউক
তবুও আর্জি রাখেন
বলা তো যায়না- কার আর্জি মঞ্জুর করে খোদা আমাদের মাফ করে দেন।
ভালো থাকবেন সবাইকে নিয়ে।
ছাইরাছ হেলাল
বিরাট কিউ!
তবুও ব্যাপার না, আমরা তো তাঁর-ই বান্দা।
জিসান শা ইকরাম
টেস্ট মন্তব্য
ছাইরাছ হেলাল
আচ্ছা।
হালিম নজরুল
বরাবরের মতই মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
নিয়ম করে নিয়মিত পড়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।