নারী

পপি তালুকদার ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৯:৩২:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

আমি সেই নারী, শতাব্দীর পর শতাব্দী অপেক্ষারত সেই নারী।
যে অপেক্ষার প্রহর কেটে সুন্দর রক্তিম সকালের আভা জাগেনি।

আমি সেই দিন ও নির্লিপ্ত ছিলাম যখন আমায় নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুন্ডে সতীত্ব প্রমানের জন্য।
আমি তখনও নির্লিপ্ত ছিলাম, যখন আমার দেহ থেকে কেড়ে নেয়া হয়েছিল রঙিন বস্ত্র, মুছে দেয়া হয়েছে সব রঙ।

আমি হয়েছি কারো ঘরের দাসি,
বিক্রয় করা হয়েছে পণ্যের মতো করে।
আমার দাম উঠানামা করে আমার রঙে রূপে,
কেউ কখনো আমার মনন সত্তা কে দেখেনি,
আমাকে নিয়ে খেলা হয়েছে যেমন খুশি তেমন।

আমার আগমনের বার্তা জানিয়েছে অশণির সংকেত।
আমার জন্ম যেন চির হতাশা আর বোঝার কারন,
তাই তো স্বর্গীয় পিতামাতা কখনো মাথা তুলে দেখেনি।

হিংস্র পশুর মতো আমার উপর ঝাপিয়ে পরলেও সেতো আমার ই পোষাক না হয় চলনের দোষ।
আমাকে ব্যবচ্ছেদ করে যে স্বাধীনতা আনলো,
সেই স্বাধীন দেশে ই আজ আমি পরাধীন।

আমার পাখা দুটো ভেঙ্গে বলছে আজ থেকে তুমি মুক্ত,
ওই বিশাল নীলাকাশ টা তোমার,
সুবিশাল নীলাকাশে কখনো উড়া হয়নি!
কারন মাটি থেকে তাকে স্পর্শ করার সাধ্য যে আমার নেই!

মুখ ফুটে বলা হয়নি অব্যক্ত আত্নকথন।
কারন জন্ম ই যে আমার আজন্মের পাপ!

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ