নারী

মো: মোয়াজ্জেম হোসেন অপু ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার, ০৩:২৯:১২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

নারী ---

ক্লান্তহীন দেহ,আর অনন্ত মন,

তুমি হাসনাহেনা,

আধারে দুতি আর সুগন্ধি ছড়াও,

আলোতে চুপ,

কখনও লজ্জাবতি,

কখনও বা লজ্জাহীনা,

তুমি নাগিনী,

তুমি উর্বশী,

তুমি যোগিনী,

তুমি ধরনী।।

 

তুমি অচেনা জগৎ ----

কাকে কি দাও,

আর কতটুকুই বা দাও,

কেনইবা দাও,

তুমিই তা জানো।

ভালোলাগা, ভালোবাসা, না কি প্রয়োজন?

কোনটা তোমার?

তুমি কে,তুমি কার,তুমি কখন,

তুমি কোথায়,তুমি কবে?

নি মিলে উত্তর। শুধুই প্রশ্ন।

কষ্টের বাসায়, ছোট্ট একটা বাচ্চা,

নাম তার কেষ্ট।

 

ছবি সংগৃহীত

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ