নারী, তোমাকে

পারভীন সুলতানা ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১০:৩২:৪৬অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

মানুষের দেহ বড্ড বেশি শব্দময়
শব্দময় হৃৎপিণ্ডের নিঃশব্দ সঞ্চালন,
শব্দময় মানুষের ভাব বিনিময় আলাপন ,
শব্দময় মাতৃগর্ভে , বাড়ন্ত শিশুর স্পন্দন ।
শব্দময় শরীরে নিঃশব্দের নিঃসাড় অবস্থান
শামুকের বুকে সমুদ্র ঘুমায়, বরফের মাঝে জল
নারীর শরীরের খাঁজে, কাব্যময় কোলাহল,
সুখ আর দুঃখে সঞ্চিত চোখে নোনা জল
হয় কাব্যময় গল্পকথা ,কথা কয় সেই জল ।
দেহ হতে উৎপত্তি ভাষা , দেহেই ভাষার বসতি
নারীর পদভার নিঃশব্দ , শব্দময় দেহে হিল্লোল
ছন্দায়িত দেহে নির্বিশেষ বাজে ঢোল মাদল ;
দুরন্ত বাতাস, বানভাসি স্রোত আর উরন্ত আঁচল
হে নারী ,বিমুগ্ধ এ কবি তোমাকে উৎসর্গ করে ফুল ।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ