নারীর জীবন ও গাঁয়ের বধু

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ আগস্ট ২০২১, শনিবার, ০৭:১২:৪০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

মেয়ে মানে জনম জনম
কষ্ট দিয় ভরা,
দুখের ভেলা পারি দিলে
একটু সুখ আর খরা।

মেয়ে মানে সংগ্রামী ভাই
মেয়ে লোকই মাতা,
তাদের কথা লেখা নেই ওই
ইতিহাসের পাতা।

মেয়ে মানে সন্তান লালন
এটা ভুল তো কথা,
ছেলে লোকের কাছে মেয়ের
দাম নেই যথা'তথা।

মেয়ে মানে মনের শক্তি
মেয়েরা সবে কবি
মন খুশিতে বসে বসে
আঁকেন কত ছবি।

মেয়ে মানে কারুকার্য
মনোরম সেই ঘরে,
ছেলেরা সব থাকে সেথায়
জনম জনম ধরে।

রচনাকালঃ

১০/০৭/২০২১

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
----------------

গাঁয়ের বঁধু
জাহাঙ্গীর আলম অপূর্ব

গাঁয়ের বধু হেলে দুলে
পুকুর ঘাটে যায়,
ঝুমুর ঝুমুর শব্দ তাহার
দিয়ে নুপুর পায়।

নুপুরের ওই দারুণ ছন্দ
পথিক ভোলে পথ,
গায়ের বধু সুন্দর দেখায়
দিলে নাকে নথ।

নুপুর পায়ে হেঁটে চলে
গাঁয়ের বধু ভাই,
কলসি কাঁখে নিয়ে যখন
জল আনিতে যাই।

মিষ্টি মুখের মিষ্টি কথা
পাখির মতো ডাক,
পিছন থেকে কে দিলো রে
মায়া বলে হাঁক।

যেয়ে দেখে পুকুর ঘাটে
পড়ে তাহার জা,
কি জানি কি টান দিয়েছে
তাহার দুটি পা।

রচনাকালঃ
১৩/০৭/২০২১

৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ