
চলছে জীবন গাড়ি!
জানালায় চোখ রেখে নারী ভাবে-
ফেলে আসা ধূলো পড়া স্মৃতির পসরা;
স্টেশনগুলোতে তখনো ধূলো পড়েনি,
পলেস্তারা খসে পড়েনি প্রাচীরের বুক চিঁড়ে।
আবছায়া স্টেশন পড়ে থাকে-
চোখের কার্নিশ সরিয়ে অতীত বাতায়নে;
জীবন ভবিতব্যে ছুটছে!
মন ছুটছে নাড়ী কাটা আতুরাবাসে-
যেখানে আতুরের গন্ধ লেগে থাকে পরম মমতায়;
সে-ই গন্ধ ও একসময় হারিয়ে যায় সময়ের স্রোতে।
নারী! ছুটছে!! ছুটছে!!! ইহকালের গন্তব্যে;
চিরস্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত করতে।
ছবি-গুগল
রচনা-১৯শে জানুয়ারী ২০২১
১৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
এভাবেই জীবনের পথ চলা
নাড়ীর টানে জীবনের টানে
হারায় কখনো দিশে,
মরণ এড়াতে ভেবে ভেবে চলে
মরণেই যায় মিশে।’
সুন্দর কবিতায় মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রথম মন্তব্যকারী হিসেবে। অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মনে হয় এটাই স্বাভাবিক গন্তব্য — নারী! ছুটছে!! ছুটছে!!! ইহকালের গন্তব্যে;
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হুম স্বাভাবিক হয়েছে যুগের পর যুগ ধরে নারীকে এই নিয়মে আটকে রাখার জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
নারীরা মায়ের প্রতিকৃতি, নাড়ীর আঁধার। নারীরাই একমাত্র পারে নাড়ীর ধনকে যক্ষের মত আগলিয়ে রাখতে। তারতো নাড়ীর প্রতি মায়া হবেই এটাই স্বাভাবিক।
তবে নারীদেরকে কেন ইহজগতের চাপ একাই সামলাতে হয় এর উত্তর আজো কেউ দিতে পারেনি। কারন এ সমাজ এটিকে অঘোষিত আইন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর সে কারনেই নারীদের সম্মান করা, ভালোবাসা আমাদের সকলেরই কর্তব্য।
ভালো থাকুন দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার বিশ্লেষণ পূর্ণ মন্তব্যে সবসময়ই আপ্লুত হই। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
আরজু মুক্তা
নারীকে যদি বুঝতো সবাই। তাহলে এভাবে কবিতা লিখতে হতো না।
শুভকামনা দিদি।
নারীর জয় হোক
সুপর্ণা ফাল্গুনী
দারুন বলেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সতত
রোকসানা খন্দকার রুকু
নারী! ছুটছে!! ছুটছে!!! ইহকালের গন্তব্যে;
চিরস্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত করতে।*** যেটি জন্মগত অধিকার অথচ তা পাবার জন্য আমাদের ছুটতে হয় অনন্তকাল।
সুপর্ণা ফাল্গুনী
এমন মন্তব্যে মুগ্ধ, আনন্দিত আপু! অবিরাম শুভ কামনা ও ভালোবাসা। ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
আমরা যতই ছুটাছুটি করি না কেন
অতীত হন্যে হয়ে আমাদের পিছু নেয়, মনে করিয়ে দেয় কিছু ফেলে আসা সুখ/দুঃখের স্মৃতি।
সুপর্ণা ফাল্গুনী
সহমত। অতীত ছায়ার মতো সাথেই থাকে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনাময় প্রকাশ কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন নিরাপদে থাকবেন শুভকামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
এভাবেই কি জীবন?
এভাবে কি গন্তব্য!
.
জীবন ও গন্তব্য দুইই মঙ্গলময় হোক নারীর জীবনে।
নারীর জয় হোক।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি