বাংলাদেশের ৮টি বিভাগ রয়েছে। ৮টি বিভাগে রয়েছে ৬৮ হাজার গ্রাম। এই ৬৮ গ্রামের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। শুদ্ধ বাংলা ভাষা যে বলতে পারে না, তা কিন্তু নয়। অনেকেই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। তারপরও যে যেই অঞ্চলের, সে সেই অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে বেশি পছন্দ করে। কারণ মাটির টান আর মাতৃত্বের টান তো সবারই থাকে। যেমন; যাদের জন্ম চট্টগ্রাম, তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পছন্দ করে। এমনই নোয়াখালীর মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। বরিশাল অঞ্চলের মানুষ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদিও আমার জন্ম নোয়াখালী, তবুও আমি নিজেকে নারায়ণগঞ্জের মানুষ বলে দাবি করি। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই নারায়ণগঞ্জেই।  তাই আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি।

তো আমি বাংলাদেশের গুটিকয়েক অঞ্চলের আঞ্চলিক ভাষা জানি এবং কথাও বলতে পারি। অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষা জানলেও, আমি অন্য অঞ্চলের ভাষা নিয়ে কিছু লিখছি না। আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। তো আসুন, দেরি না করে শুরু করা যাক!

সংখ্যা 

শুদ্ধ শব্দ 

আঞ্চলিক শব্দ 

নারায়ণগঞ্জ 

নানগঞ্জ

এখানে

এনো

এদিক 

এন্দা

ওইদিক 

হেন্দা

আসেন

আহেন

কোনদিক 

কোন্দা

কাঁঠাল

কাডাল

শোনেন

হুনেন

১০

শুনছেন

হুনছেন

১১

শুনবেন

হুনবেন

১২

যাচ্ছি

যাইতাছি

১৩

খাচ্ছি 

খাইতাছি

১৪

আসছি 

আইতাছি

১৫

যাবো

যামু বা যামুনে

১৬

এক সময়

একসুম

১৭

কখন 

কোনসুম

১৮

যেতে হবে

যাওন লাগবো 

১৯

আসতে হবে

আওন লাগবো 

২০

আসবো 

আমু বা আমুনে

২১

নদী

নদী বা গাঙ

২২

পাড় হবো

পাড় অমু

২৩

দেখাতাম 

দেখাইতাম 

২৪

খাওয়াতাম 

খাওয়াইতাম 

২৫

শোনাতাম 

শুনাইতাম 

২৬

শোনাবো 

শুনামু

২৭

দেখাবো 

দেখামু 

২৮

দেখবো 

দেখমু

২৯

দিবো

দিমু

৩০

নিন

লন

৩১

চলে যান

যানগা

৩২

আসবেন 

আইবেন

৩৩

পাড় হবো

পাড় অমু

৩৪

পড়বো 

পড়মু

৩৫

বুঝেছি

বুঝছি

৩৬

বোঝাবো 

বুঝামু

৩৭

খেয়েছেন 

খাইছেন 

৩৮

যাচ্ছেন 

যাইতাছেন

৩৯

আসছেন 

আইতাছেন

৪০

করছেন 

করতাছেন

৪১

করুন 

করেন

৪২

ধরুন 

ধরেন

৪৩

বাড়ছে 

বাড়তাছে

৪৪

কমছে 

কমতাছে

৪৫

শুনছে 

হুনতাছে

৪৬

শোনা

হুনা

৪৭

শোনা যায় 

হুনা যায়

৪৮

দিতে

দেওন 

৪৯

এসেছেন 

আইছেন

৫০

রান্না 

পাক

৫১

কাজ

কাম

৫২

রান্নার কাজ

পাকের কাম

৫৩

কাজকর্ম 

কামকাইজ

৫৪

কেটেকুটে 

কাইট্টাকুইট্টা

৫৫

খেটেখুটে 

খাইট্টাখুট্টা

৫৬

কোনরকম 

কোনমতে

৫৭

ভালো লাগে না

ভাল্লাগে না

৫৮

ভালো 

ভালা

৫৯

ভালো লাগে

ভাল্লাগে 

৬০

কালো 

কালা

৬১

বিয়ে 

বিয়া

৬২

দিয়ে 

দিয়া

৬৩

হেলেদুলে 

হেইল্লাদুইল্লা

৬৪

মোটা

মোডা

৬৫

মোটামুটি 

মোডামুডি

৬৬

ঘুমাবো

ঘুমামু

৬৭

ঘুরবো 

ঘুরমু

৬৮

ঘোরাবো 

ঘুরামু

৬৯

যেভাবে 

যেম্নে

৭০

এভাবে 

এম্নে

৭১

সেভাবে 

হেম্নে

৭২

কীভাবে 

কেম্নে

৭৩

আসে 

আহে 

৭৪

আসে না

আহে না

৭৫

চাওয়া

চাইয়া

৭৬

চেয়ে নিতাম

চাইয়া নিতাম

৭৭

থাকে

থাহে

৭৮

চেয়ে থাকে

চাইয়া থাহে

৭৯

বলতাম 

কইতাম 

৮০

মরবো না

মরতাম না

৮১

মারবো

মারমু

৮২

পড়াবো 

পড়ামু

৮৩

পড়বো

পড়ুম

৮৪

কারেন্ট 

কারেন

৮৫

মানুষে

মাইনষে

৮৯

মানুষের 

মাইনষের

৯০

বলো

কও

৯১

ওপারে 

হেপারে

৯২

বলছিস 

কইতাছস

৯৩

মারছে

মারতাছে

৯৪

ঘুরছে

ঘুরতাছে

৯৫

শুনছে

হুনতাছে

৯৬

ভাবছে 

ভাবতাছে

৯৭

কাঁদছে 

কানতাছে

৯৮

কাঁদে

কান্দে

৯৯

মাঠে

মাডে

১০০

খেলছে

খেলতাছে

 

আজ এখানেই শেষ করছি।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ