নামহীন

প্রিন্স মাহমুদ ১ জুন ২০১৪, রবিবার, ০৮:৫১:০১অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

ফরহাত ফিদা হোসেনের গল্পের শাড়ি
পড়ে একদিন তুমি জ্বেলেছিলে
নক্ষত্রের আগুন এই বুকের মাঝে
নাজিফাহ্‌ সেদিন আমার কখনো মনে
হয়নি সবচে আকাশ নক্ষত্র ঘাস
ও চন্দ্রমল্লিকার রাত্রি ভালো ।

অথচ আজ তুমি নক্ষত্রের মতো
হয়ে গেছো আমার চারপাশে
যেদিকে তাকাই বুকের পাঁজরে
চোখের কোনে , অস্তাচলে
তুমি তুমি তুমি আর তুমি ।

মোমের আলোতে তুমি
জীবিকার ঘামে তুমি
চোখের ভেতরে তুমি
চোখের বাহিরে তুমি
সবখানে তোমার প্রবেশ
আর
একবারো তোমার মনে হলোনা
মদের গ্লাসে পান করার পরও কিছু থাকে ?

১/৬/২০১৪

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ