
রোজ রোজ নাটক সিনেমা দেখে- দেখে
আজ জীবনটা করেছি এক নাট্যমঞ্চ!
অভিনয় ছাড়া কিছু বুঝি না- বেশ চলছে-
মন ভরে ভরে অভিনয় দেখছি- এ বুঝি অঙ্কার পাবে
নাটক সিনেমা! ধূলবালি চিনি উড়ছে বাতাসে;
তবুও হবে ভাই মাটির ঠিকানা কথা কয় না
আজকাল নাটক সিনেমার বড়ড হচ্ছে জয়!
মিছিলে মিছিলে আকাশ ভিজেছে- বাতাসে
নর্দমার গন্ধ ছড়েছে- বেশ-এই তো ভাই ছুটছি
গায়ে মেখে গন্ধ- আর ভাবনায় খুঁজি নাটক সিনেমা।
২২ অগ্রহায়ন ১৪২৬, ০৭ ডিসেম্বর ২০
—————————————–
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তা বেশ বেশ বেশ, জীবন চলেছে বিয়ে ……………।
আলমগীর সরকার লিটন
এত বিয়ে করলে ত অবস্থা খারাপ হবে প্রিয় মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন———
রোকসানা খন্দকার রুকু
অভিনয়ই জীবন। কিচ্ছু করার নেই। শুভ কামনা রইলো ভাইয়া।
আরজু মুক্তা
বাস্তব কথা বললেন।
শুভকামনা
আলমগীর সরকার লিটন
জ্বি মুক্তা আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
মনোমুগ্ধকর কাব্যিক মাধুর্যভরা সৃজন ,
মুগ্ধতা অন্তহীন।
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
নাট্যমঞ্চের সবাই আমরা অভিনয় শিল্পী। তাইতো হরদম নাটক-সিনেমায় ভরপুর আমাদের জীবন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপর্ণা দিদি অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
তৌহিদ
জীবনটাই নাটকের মঞ্চ, অথচ মিশে যেতে হবে মাটিতেই সবার।
ভালো থাকুন ভাই