আমার প্রেমান্ধ ধ্যানে ...

তুমি ট্র্যাফিক আইল্যান্ড নাজিফাহ
যৌবন তাড়িত কামনায় কোন সাবালিকাকে
ইভটিজিং নামের যৌন প্ররোচনা দিতে গেলে
ট্র্যাফিক পুলিসের মত জরিমানা গুনতে হয় আমাকে
তোমার জন্য যেখানেই যাই
হাত দেখিয়ে বলে দাও
জাগিয়ে দাও বিবেক তীক্ষতায়
তোমার সুনিপুনতায় , রন্দ্রে রন্দ্রে আমি ভদ্র হয়ে উঠি ।

অজোপাড়া গাঁ হাতে নেবার মতো
ঘুড়ি নাটাই উড়ানোর ছলে
চোখে চোখ পড়ে রমণীদের অজস্রবার
সুশীল হওয়ার ভান করে
মানহানি মামলায় খালাস দাও তুমি
বড্ড ভদ্দ্রতার সামাজিক মুখোশের ধারক তুমি!

উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেয়ার গ্র্যান্ডমাস্টার এই আমি
ভদ্দ্রতার মুখোশের ধারক নই
... বাঁধা দাও তুমি
আবারও জলের কিনারের
গাছের মত স্থির ভদ্র হয়ে উঠি ।

ফেসবুকের লাইক শিল্পউৎপাদনে
আমার সক্রিয় কৌশলে বিমোহিত
অনেকে দিয়েছে ... সৌজন্য সাক্ষাতের প্রস্তাব
কমেন্ট শিল্পকারখানায় আমার অবদান উহ্য করা যায়না
তুমি তথ্যমন্ত্রীর মত বাঁধা দিয়ে পোক দিয়েছ
আমি প্রাইভেসি দিয়ে আবার ভদ্র হই ।

তোমার কর্মউদ্যমেহীন হয়ে
মাথা কাটা যায় ...
এবার অন্তত গলিত বরফ হও ...
দিবা রজনীরকোল্ড ড্রিংকস হয়ে
তাড়না দাও ভালোবাসার

নাজিফাহ... ডার্ক রেস্টুরেন্টের মত জিরো বাল্বের
বাতি নিয়ে বসে আছি ।
একগ্লাস অন্ধকার আমি
আর এক গ্লাস জোছনা তুমি ।

(তাইতো বলি , আজো সময় আছে
দাঁড়াও তুমি অখ্যাত বা কুখ্যাত সেই কবির সামনে
সোনার মত তোমার ঐ হাত দু’খানি যেন ম্যাজিক দণ্ড
বলা যায় না , তোমার হাতের ছোঁয়া পেয়ে একদিন সেও হতে
পারে দ্বিতীয় রবি ঠাকুর! - এখনো সময় আছে/সুনীলগঙ্গোপাধ্যায় – একটি ফরাসী কবিতারভাব অনুসরণে)

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ