নষ্ট টিসুর নির্বাক শরীর

খাদিজাতুল কুবরা ২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ০১:২৩:৪৮পূর্বাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

বুকের ভেতর দগদগে ক্ষত আর নিঃসীম শূন্যতা,

কাঁধের ঝোলায় নির্লিপ্ত কর্মব্যস্ততা।

ভোঁতা অনুভূতির করাতে কাটা কষ্ট গুলো ঝরে পড়ে গাছের গুঁড়ির মতো।

নষ্ট টিসুর অব্যক্ত শরীর মন নিম সম তেতো!

মুখে স্মিত হাসা সেতো দায়িত্ব।

পাপড়িদের ও ঝরে যেতে হয়, ফুলেদের বৃন্তচ্যুত।

কিছু তারা খসে পড়ে, কিছু রয় অক্ষয় আলোকবর্ষ দূরে!

আমি মানুষ তাই বেঁচে থাকি ভালো থাকার ভান করে,

আমার ঝরে পড়া মানা,ভেতরে যদিও ঝাঁপটায় প্রাণ পাখিটার ডানা!

চোখে স্থবির মৃত সমুদ্রকে ধারণ করে দুঃখ গুলোকে ভাসিয়ে দেওয়ার নাম আভিজাত্য।

প্রকাশ পেলেই অনর্থ।

আমার হৃদপিণ্ডে রক্তক্ষরণ কালে ফিনকি দেখা যায় উৎসব আমেজের উল্লাসে!

আমার কষ্ট জয়ের গল্প শোনা যায় সোৎসাহে,কিন্তু কেউ জানেনা উপশম কিসে।

আমিও এখন এসব দেখে দেখে অভ্যস্থ অনায়াসে,

চমকে উঠিনা আচমকা আঘাতে!

অবাক হওয়ার ক্ষমতা নেই নষ্ট টিসুর নির্বাক শরীরে।

একটি মন্ত্র শিখেছি অভিজ্ঞতার বদৌলতে,

মানব জনম স্বার্থক হবে যদি পারি সর্বংসহা হতে।

 

#২০/০৮/২০২০ইং

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ