
শহরের ভাঙ্গা প্রাচীর ঘেঁষে সাঁটানো লাল পোস্টার
তোর রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরের মতোই অগোছালো-
সদ্য ঝড়ের শেষে এলোমেলো ঝাউ লতার মতোই চুলের বেনী
তাতে এক দলা থুতু ছিটিয়ে যায় বাউন্ডুলে যুবক ।।
অপ্সরী খুঁজে খুঁজে অবশেষে যে পথিক গন্তব্য হারায়
লোনা জলের তলদেশে ঢেউহীন মৃত যমুনায়-
সে কি কভু জানতে পেরেছিলো –
কত সহস্র নাবিকের জলজ পরিসমাপ্তি ঘটেছিলো এই মোহনায়।।
ত্রয়োদশীর রূপালী জোছনায় অবগাহন শেষে –
পূর্ণ্যার্থীর চেতনে কভু ফিরে আসে যদি, এ যে কোজাগরী নয়
তবে কি লক্ষ্মীর আত্মায় জন্মে ভক্তের প্রতি অনুরাগ ?
কিছু অবয়ব ছাড়িয়ে যায় অভিকর্ষের প্রবল আকর্ষণ ।।
অবাঞ্ছিত সময়ের হাত ধরে যে এসেছিলো, অদ্যাবধি –
তার বিতর্কিত যৌনাবেদন; বিদগ্ধ শহরের গলিতে গলিতে সাঁটা,
আঙ্গুলের ফাঁকে নিকোটিনের জলন্ত কুন্ডলী চেপে
খুক খুক কাশি শেষে এক দলা থুতু ছিটিয়ে যায় আরাধ্য প্রেমিক।।
দিনশেষে হুইস্কির পেয়ালায় মুখ লুকিয়ে খোঁজে-
হয়তো কোন চেনা মুখ, অশরীরী আত্মা কিংবা প্রেতাত্মা হয়ে,
যদি কভু ফিরে আসে বৈকালীন দিগন্তের কার্ণিশ বেয়ে-
এই অবেলায়,
এক অনবদ্য ঘৃণার গাঁথুনিতে আমি তার এপিটাফ লিখে যাই।।
২৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কবিতার ভাষায় এত বিক্ষোভ কেন? এফিটাফ! বিধ্বংসী প্রেমের পরিনতি?
অনন্য অর্ণব
হৃদয় ভাঙ্গার গল্পগুলো তো এমনই হয় আপু। ভালোবাসা সে তো স্বপ্ন বিলাস।
ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
কভু ফিরে আসে বৈকালীন দিগন্তের কার্ণিশ বেয়ে-
এই অবেলায়,
এক অনবদ্য ঘৃণার গাঁথুনিতে আমি তার এপিটাফ লিখে যাই।।
ব্যার্থ প্রেমিকের বিক্ষোভ! তবু চাইনা কোনো ভালবাসার মানুষ ঘৃণায় এপিটাফ হয়ে থাকুক।
ভালো লাগলো।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা নিরন্তর।
এস.জেড বাবু
অপ্সরী খুঁজে খুঁজে অবশেষে যে পথিক গন্তব্য হারায়
লোনা জলের তলদেশে ঢেউহীন মৃত যমুনায়-
সে কি কভু জানতে পেরেছিলো –
কত সহস্র নাবিকের জলজ পরিসমাপ্তি ঘটেছিলো এই মোহনায়।।
কেউ হয়ত জানতেও চায়নি।
রেগে আছে কবি,
যারা রাগিয়েছে তারা ধন্য এই চমৎকার কবিতা লিখার পর।
মুগ্ধতা
অনন্য অর্ণব
হা হা হা 😀 বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধেয় অগ্রজ♥️
তৌহিদ
লেখায় এত রাগ! কার উপরে ভাই? ভালোবাসা বুঝি স্বার্থপর হয় এমনই? ছলেবলে নিজেদের স্বার্থ সিদ্ধি হলে ফেলে রেখে যায় আস্তাকুঁড়ে। আমি জ্বলেপুড়ে ছাড়খার হই। বিরহী কাক বিদগ্ধ আমায় খুঁজে ফেরে এপিটাফের মলিন লেখায়!
দারুণ লেখা ভাই।
অনন্য অর্ণব
নিয়ত প্রেরণায় ঋদ্ধ করে যাচ্ছেন। শ্রদ্ধা অনিমেষ ভাইয়া♥️
ছাইরাছ হেলাল
বিষ উগরে দিলেন!
সহস্র নাবিকের জলজ পরিসমাপ্তি ঘটেছিলো এই মোহনায়!
বাকিটুকুও লিখে ফেলুন।
অনন্য অর্ণব
হা হা হা 😀
পরের পর্ব ও রেডি😀
আরজু মুক্তা
এফিটাফের কথাগুলোতে সবাই বিদ্ধ হয়।
অনন্য অর্ণব
যখন কেউ চোখ মেলে তাকালেই নিজেকে ফাঁসির মঞ্চে আবিষ্কার করে, সে কি করে প্রেমের শ্লোক রচনা করবে বুবু😭😭
সুরাইয়া পারভিন
ও থেকে এটাই প্রমাণিত
ভালোবাসা কেবল ভালবাসতে নয়
হিংস্রতাও শেখায়।
হৃদয়ের রক্ত ক্ষরণ ঝাঁঝালো শব্দ হয়ে ঝরে পড়ছে কবির কবিতায়
অনন্য অর্ণব
স্যার আইজ্যাক নিউটন ঠিক এটাই বলে গিয়েছিলেন ভুলে গেলে চলবে কি করে?
কামাল উদ্দিন
এতো কঠিন করে লিখেন কেন ভাই, আমি তো এমনিতেই কবিতা বুঝি কম।
অনন্য অর্ণব
প্রথমত বিনম্র শ্রদ্ধা আমায় ভালোবাসার জন্য। তারপর বলবো দাদাভাই লেখালেখি তো করি শখের বশে। মাঝে মাঝে দু একটা শব্দ একটু কঠিন ই চলে আসে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ♥️
কামাল উদ্দিন
ক্ষমা সুন্দর দৃষ্টি কেন বলছেন ভাই, আমি বুঝতে পারিনা সেটা তো আমার ব্যর্থতা
রেহানা বীথি
ভালোবাসা হাসায়, ভালোবাসা মুগ্ধ করে, ভালোবাসা আবেগহীন জীবনে আবেগ এনে দেয়, ভালোবাসা জ্যোৎস্না দেখতে শেখায়। এই কথাগুলো যেমন সত্যি, তেমন কথাগুলো উল্টে দিলে যা দাঁড়ায়, সেগুলো সমানভাবে সত্যি।
চমৎকার লিখেছেন।
অনন্য অর্ণব
অনেক অনেক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সবসময় 😍
নিতাই বাবু
কবিদের যত ক্ষোভ, যত দুঃখ, যত বেদনা, সবই কবিদের কলমের খোঁচায় লিপিবদ্ধ করে যায়। তা কেউ বুঝে, কেউ বুঝে-না! তাতে কবিদের কী আসে যায়?
কবিকে শুভেচ্ছা।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা দাদাভাই। শুভ কামনা নিরন্তর 😍
জিসান শা ইকরাম
হৃদয় ভাঙ্গা কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍