নষ্টামি

বোকা মানুষ ৭ অক্টোবর ২০১৫, বুধবার, ১১:৩৯:২৬অপরাহ্ন কবিতা, সাহিত্য ২১ মন্তব্য

বহুকাল আগে,
ঝরে পড়া একটা গোলাপকুঁড়ির
বিবর্ণ হয়ে যাওয়া দেখে,
আমি নষ্ট হয়ে গেছি!

নিষ্পাপ একটা অঘোর ঘুমের মৃত্যু দেখে,
আমি ক্রমাগত নষ্ট হয়ে গেছি!

আমি নষ্ট হয়েছি,
ট্রেনের করুন হুইসেলের পেছেনে পেছনে,
একটা কৈশোরের,
অন্ধকারে মিলিয়ে যাওয়া দেখতে দেখতে!

ভুল চিঠিগুলো, ভুল ঠিকানায় ঠোকর খেয়ে,
বার বার ফিরে আসা দেখতে দেখতে আমি,
নষ্ট হয়েছি নিঃশব্দে!

মরে যেতে যেতে, একটা নদীর বাঁচার
প্রবল আকুতি শুনে শুনে,
একটা দালানের নিচে নিরীহ একটা
পুকুরের খুন হয়ে যাওয়া সয়ে,
ফুডকোর্টে তের শ বিরানব্বুই টাকার
অশ্লীল বিল দেখে দেখে,
নাগালের ওপারে বাজারের ফর্দ পড়ে,
অবোধ আবদারে বোবা প্রত্যাখান হয়ে,
নষ্ট থেকে নষ্টতর হয়েছি আমি!

নষ্ট হতে হতে, নষ্ট হতে হতে,
এখন আর নষ্ট হইনা আমি!
শুধু নষ্ট করি,
কেবলই নষ্ট গড়ি-
ব্যগ্র একাগ্রতায়!

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress