আমাদের সবার প্রিয় সোনেলা ব্লগে নভেম্বর মাসে সর্বমোট ৩২৭ টি পোষ্ট বিভিন্ন ব্লগার প্রকাশ করেছেন। গত মাসে গড়ে প্রতিদিন ১০ টিরও বেশী পোষ্ট প্রকাশ করেছেন আমাদের সন্মানিত ব্লগারগণ। বিশ্বের প্রায় ৫০ টি দেশের বাংলা  ভাষাভাষী সোনেলা ব্লগের সন্মানিত পাঠক। পোষ্টের সংখ্যা, মন্তব্যের সংখ্যা এবং পাঠকগণের পাঠপ্রতিক্রিয়া হিসেব করলে আমাদের সোনেলা বর্তমানে বাংলা ব্লগ সাইট সমূহের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্লগ সাইট হিসেবে পরিগণিত হয়েছে। দিন দিন এর পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোনেলার এই জনপ্রিয়তার মূলে রয়েছেন এর ব্লগার/ লেখকগণ, মডারেটর গন, এডমিন গন এবং শুভাকাঙ্ক্ষী পাঠক গন। সবাইকে সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

এই পোস্টে নভেম্বর মাসে প্রকাশিত পোষ্ট সমূহের মধ্যে যে সমস্ত পোষ্ট ৩০০ এর অধিকবার পঠিত হয়েছে সে সমস্ত পোস্টই স্থান পেয়েছে।
জনপ্রিয় পোষ্ট বলতে পাঠক প্রিয় পোষ্ট। এটি পোষ্টের মান বিষয়ক নির্বাচন নয়। আসুন পাঠক গন, জনপ্রিয় পোষ্ট সমূহ আর একবার পড়ে দেখি।

১। সাবিনা ইয়াসমিন এর সোনেলা ব্লগে কেন লিখবেন ,  লেখাটি পঠিত হয়েছে  বার ৬৩৯ , মন্তব্য সংখ্যা ৮২ টি।

২। রেজিনা আহমেদ এর উচ্চ ডিগ্রিধারী অবলা  ,  লেখাটি পঠিত হয়েছে  ৫৯১ বার , মন্তব্য সংখ্যা ৩৯ টি।

৩। তৌহিদ এর হেমন্ত বন্দনা উৎসব প্রতিযোগীতার ফলাফল- ,  লেখাটি পঠিত হয়েছে  ৫৩৭ বার , মন্তব্য সংখ্যা ৫৫ টি।

৪। রুমন আশরাফ এর লাইক এন্ড লাইকারস (একটি রম্য রচনা) ,  লেখাটি পঠিত হয়েছে  বার ৫৩৩ , মন্তব্য সংখ্যা ৩২ টি

৫। রুমন আশরাফ এর  গাঁটকাটা ,  লেখাটি পঠিত হয়েছে ৫০২ বার, মন্তব্য সংখ্যা ১৯ টি।

৬। রেজিনা আহমেদ এর  বন্দী অথচ মুক্ত  ,  লেখাটি পঠিত হয়েছে  ৪৬০ বার , মন্তব্য সংখ্যা ২৭ টি।

৭। আরজু মুক্তার  ধরলা নদী  ,  লেখাটি পঠিত হয়েছে ৪২৩ বার, মন্তব্য সংখ্যা ৪৬ টি।

৮। রুমন আশরাফ এর হিমুর হাতে একটি কম্পিউটার   ,  লেখাটি পঠিত হয়েছে ৪১৯ বার, মন্তব্য সংখ্যা ২২ টি।

৯। তৌহিদ এর অক্টোবর মাসে প্রকাশিত জনপ্রিয় পোষ্ট সমূহ ,  লেখাটি পঠিত হয়েছে ৪১০ বার, মন্তব্য সংখ্যা ৫০ টি।

১০। এস,জেড বাবুর  নীল টি শার্ট  ,  লেখাটি পঠিত হয়েছে ৩৮৫ বার, মন্তব্য সংখ্যা ২৭ টি।

১১। রেজওয়ান এর ঘোলাটে অস্তিত্ব  ,  লেখাটি পঠিত হয়েছে  ৩৭১ বার , মন্তব্য সংখ্যা ২৫ টি।

১২। সুরাইয়া পারভিন এর শেষ বিকেলের রোদ্দুর_১  ,  লেখাটি পঠিত হয়েছে ৩৬৫ বার, মন্তব্য সংখ্যা ৩১ টি।

১৩। নিতাই বাবুর কদম রসূল দরগাহ শরিফের ইতিহাস ও নিজের কিছু স্মৃতিচারণ , লেখাটি পঠিত হয়েছে ৩৫৩ বার, মন্তব্য সংখ্যা ৪২ টি।

১৪। মাহবুবুল আলম এর যেভাবে সোনেলাকে জানি , লেখাটি পঠিত হয়েছে  ৩০৪ বার , মন্তব্য সংখ্যা ২৯ টি।

ব্লগে প্রকাশিত পোষ্ট সমূহ, সোনেলা ব্লগ টিম ফেইসবুক পেইজে শেয়ার দিয়ে থাকেন। আপনাদের প্রকাশিত লেখা আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের পড়ানোর জন্য আপনারা আপনাদের ফেইসবুকের নিউজ ফিড এবং ষ্টোরিতে শেয়ার দিন। এতে আপনার লেখার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে।

নভেম্বর মাসে প্রকাশিত জনপ্রিয় পোষ্ট সমূহের ব্লগারদের সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ ব্লগিং।

 

115 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress