নবীনের জয়গান

হাফেজ আহমেদ রাশেদ ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ০৬:১২:৪২পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আয়রে তরুণ ফুটাই অরুণ
এই মরুরই বাঁকে,
নির্যাতনে পৃষ্ঠ হয়ে
দেশ মাতা যে হাকে।

দুঃশাসনে অতিষ্ঠ দেশ
বিচার বিবেকহীন,
বৃথা যেন যাচ্ছে হয়ে
শহীদ ভ্রাতার ঋণ।

সোনার দেশটা হচ্ছে দেখ
খুন খারাবির রাজ্য,
তদন্ততেই অন্ত হয় যে
কত বিচার কার্য।

কেউ বলে না কেউ লিখেনা
অন্যায়েরই তরে,
বুঝে শুনে চুপ থাকে যে
জালেম শাহীর ডরে।

তরুণেরা না জাগলে আর
দেশ বাঁচানো দায়,
দেশ প্রেমেতে রাজপথেতে
আয়রে তরুণ আয়।

এক সারিতে নীবন সবে
রাখলে বেধে জান,
বিজয় হবে গাইবে সবে
নবীনের জয় গান।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ