নবীণাকে বলছি

কামরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১২:০৬:২৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

নবীণা

কখনো কি নিজেকে খুঁজেছো

সদ্য ফোটা গোলাপে

অগনিত মৌপোকার গুঞ্জণে

সুবাসিত সংলাপে ।

 

নবীণা

কখনো কি দেখেছো ভেবে

দুর থেকে ভেসে আসা ঢেউ,  সাগর তীরে

বারে বারে দিয়ে যায় চুমি

হারায় অতল গভীরে ।

 

নবীণা

কখনো কি শিউলী কুড়িয়েছো

দেখেছো কি তার বুকের ক্ষত

ভোর হতে না হতেই তার স্বপ্নরা

ঝরে পড়ে অবিরত ।

 

নবীণা

কখনো কি রাতের আকাশ দেখেছো

তার বুকে জ্বলে লক্ষ তারা

তবুও বেদনার নীল রঙে তার সাজ

দিগন্ত হারা ।

 

নবীণা

কখনো কি আমায় দেখেছো

উত্তাল ঝরে নিশ্চুপ প্রকৃতি

প্রতিকুল জোয়ারে ভেসে ভেসে

বুক ভরা অনুকুল আরতি ।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ