
বহতা নদীর মতোই এই সোনেলা, সে আমাদের নিয়ে বয়ে চলেছে দ্বিকবিদিক, আমরাও নাগরদোলার মতোই সোনেলার সাথে বয়ে চলেছি আনন্দের সাথে, আমাদের পাঠকরা হলো এই সোনেলার মূল আকর্ষণ, উনারা আছেন বলেই আমরা ব্লগাররা আছি।
প্রতিদিন হাজার হাজার পাঠক আসেন আমাদের লেখা পড়তে, এ জন্য সোনেলার পাঠকদের প্রতি আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা ও সালাম।
সোনেলার অকৃত্রিম বন্ধু হলো সহযৌদ্ধা ব্লগারগণ, আপনাদের নিয়েই আমাদের সোনেলার পথচলা, আপনাদের ভালোবাসায় সবচাইতে বড় প্রাপ্তি, আমাদের গঠনমূলক মন্তব্যই প্রতিটি ব্লগারকে এগিয়ে নিতে সাহায্য করছে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
আমি আজ স্মরণ করতে চাই আমাদের সিনিয়র ব্লগারদের যারা অনেকেই এখন সোনেলায় লিখেন না, অনেকটা ব্লগ থেকে রিটায়ার জীবনযাপন করছেন।
ছাইরাছ হেলাল ভাইজান , শিপু ভাই, খসড়া ভাই, নাসির সারোয়ার ভাই সহ অনেকেই এই লিস্টে আছেন যারা সত্যিকার অর্থে আমাদের পথ প্রদর্শক ছিলেন, উনাদের দেখানো পথ ধরেই আমরা শিখেছিলাম ব্লগিং কিভাবে করতে হয় এবং ব্লগ কি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিনিয়রদের প্রতি।
আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ জিসান ভাইজানের প্রতি, উনার কারণেই আমি আজকের গল্পকার ইঞ্জা, উনার কারণেই এক অখ্যাত লেখক আজ অনেকের প্রিয়ভাজন লেখক হয়ে উঠেছি, ধন্যবাদ প্রিয় ভাইজান।
সোনেলা গতকাল নবম বর্ষে পদার্পণ করেছে, এই পথ এতো সহজও ছিলোনা সোনেলার জন্য, কণ্টকাকীর্ণ সেই পথ ফেলে এক পা দুপা করে সোনেলা শুরু করেছে তার নবম বর্ষ এবং ইনশা আল্লাহ আপনারা যারা সোনেলার ব্লগার আছেন, তাদের নিয়েই সোনেলা নিশ্চয় আরও যুগ যুগ পথ চলবে, তার সামনে যত ঝড়-ঝঞ্ঝা আসুক, সোনেলা এগিয়ে যাবে বীরদর্পে।
পরিশেষে সোনেলার সকল ব্লগারদের প্রতি আমার অনুরোধ, সোনেলাকে আপনারা যতটুকু ভালোবাসা দেবেন, তারচেয়ে কয়েক গুণ ভালোবাসা সবসময় পাবেন, যেমন আমরা পেয়েছি।
সোনেলাকে ভালোবেসে এ পর্যন্ত কেউ ঠকেনি।
সোনেলার সকল ব্লগার, পাঠক এবং ব্লগ কতৃপক্ষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থেকো সোনেলা, ভালোবেসো তোমার সন্তানতূল্য ব্লগারদেরকে।
ধন্যবাদ অনিঃশেষ।
সমাপ্ত।
ছবিিঃ তৌহিদ ভাই।
৩৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সালাম ভাই।
ইঞ্জা
ওয়া আলাইকুম আসসালাম ভাই
নাজমুল আহসান
প্রায় জন্মলগ্ন থেকে সোনেলার সাথে থাকায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
ইঞ্জা
অসংখ্য ধন্যবাদ ভাই, সত্যি এ অনেক বড় প্রাপ্তি আমার।
সুরাইয়া পারভীন
সোনেলা ভালোবাসতে জানে গভীর ভাবে ব্লগে না এলে জানতেই পারতাম না কোনো দিন। আমাদের মতো অখাদ্য কুখাদ্য লেখা অনেকেই পড়ছে না জেনেই লেখার প্রতি আকর্ষণ বাড়ছে।
সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
ইঞ্জা
আপু প্রতিটি লেখায় সে অখাদ্য হোক, তা পাঠকরা পড়েন আর পর্যালোচনাও করেন, ব্লগের এই বিষয় যা ফেইসবুক এবং ফেইসবুকিয় গ্রুপ থেকে আলাদা করছে, জেনে রাখুন কখনো ফেইসবুক বন্ধ হয়ে গেলেও আপনি ব্লগে আসতে পারবেন, লিখতে পারবেন, এতে বাধ্যবাধকতা থাকবেনা, কারণ ব্লগ চলে গুগলের মাধ্যমে।
সুপায়ন বড়ুয়া
ভাইজান আমার এলেন বলে
তবে অনেক সরবে।
সোনেলার জন্মদিনে থাকেন
কিভাবে নিরবে ?
তাই আপনাকে ও অনেক শুভেচ্ছা।
ইঞ্জা
দাদা সত্যিকার অর্থে ফুলের বর্ষণে আমার ক্রোম উল্টাপাল্টা আচরণ করছিলো, তাই ব্লগে যে লিখবো তাই পারছিলাম না, এ জন্য সত্যি ক্ষমাপ্রার্থী আমি।
ধন্যবাদ অশেষ দাদা।
মোঃ মজিবর রহমান
গতকাল আপনাকে খুব মিস করেছি। কিন্তু যখন জানলান আপনি কাজে খুব ব্যাস্ত তখন খুব ভাল লাগ্ল।
সোনেলার সোনালিয় শুভেচ্ছা জন্মদিনে।
ইঞ্জা
আমাকে মিস করেছেন এই আমার বড় প্রাপ্তি ভাই, দোয়া রাখবেন। 😊
ইঞ্জা
আপনাকেও সোনেলার সোনালু শুভেচ্ছা ভাই।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও সোনেলার সোনালীয় শুভেচ্ছা।
ইঞ্জা
ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভাই।
ছাইরাছ হেলাল
ভাই! এহোন কী কাইন্দা দিমু!!
এত্ত ভালোবাসা কই রাখুম।
ইঞ্জা
ভাইজান ভালোবাসায় মানুষ আনন্দিত হয়, শুধু দোয়া রাখবেন।
রোকসানা খন্দকার রুকু
শুভ জন্মদিন সোনেলা। ভাইয়া আপনার অসাধারণ লেখনীর জন্যও শুভ কামনা রইলো। ভালো থাকি আমরা সবাই।
ইঞ্জা
সোনেলার সোনালু শুভেচ্ছা আপু, সোনেলার সাথে থাকুন সবসময় আনন্দে এই কামনা।
শামীম চৌধুরী
প্রায় জন্মলগ্ন থেকে সোনেলার সাথে থাকায় আপনাকে অভিনন্দন।
ইঞ্জা
আপনাকেও সোনেলার সাথে থাকার জন্য অভিনন্দন এবং সোনেলার সোনালু শুভেচ্ছা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনি কতটা সোনেলাকে ভালোবাসেন তা সবাই মোটামুটি জানি। আপনার হাত ধরে অনেকেই সোনেলার লেখক, ব্লগার হয়েছেন। আপনার মতো নিবেদিত প্রাণ থাকলে সোনেলা জনপ্রিয়তার শীর্ষে ই থাকবে। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইঞ্জা
আমি নিবেদিত প্রাণ হলে আপনিও কম নন আপু, তা আপনি ব্লগে আসার পর থেকে লক্ষ্য করছি আমরা, সত্যি আমরা এক যৌগ্য উত্তরসূরী পেলাম ব্লগে।
শুভকামনা আপু।
রেজওয়ানা কবির
ভালোবাসার জায়গাই এই সোনেলা।সবাই ভালো থাকুক,সুস্থ থাকুক,সোনেলা এগিয়ে যাক এই কামনা।
ইঞ্জা
সোনেলার সোনালু শুভেচ্ছা আপু, আমাদের উত্তরসূরী হিসাবে আগামীতে সোনেলাকে আপনারাই এগিয়ে নেবেন এই কামনা রইলো।
আরজু মুক্তা
সবার জন্য থাকলো শুভকামনা।
ইঞ্জা
আপনার জন্যও আপু সোনেলার সোনালু শুভেচ্ছা।
তৌহিদ
সকলের পদচারণায় সোনেলা মুখরিত থাকুক সবসময় এটাই চাই। সোনেলায় আপনার ডেডিকেশন সত্যি মুগ্ধ করার মত। আপনাকে দেখে অনুপ্রেরণা পাই আমরা।
সোনেলার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। শুভকামনা রইলো দাদা।
ইঞ্জা
ভাই আপনার ডেডিকেশনও কোনো অংশে কম নয়, যা সোনেলার প্রতি পরতে পরতে লেখা থাকবে আপনার কথা।
সোনেলার সোনালু শুভেচ্ছা জানবেন ভাই।
রেহানা বীথি
একটি পরিবার, যেখানে ভালোবাসার কমতি নেই। সোনেলা আমাদের সবার হৃদয়ে। ভালো থাকুন ভাইয়া সবসময়। সোনেলা থাকুক সবসময় স্ব-মহিমায়।
ইঞ্জা
সোনেলাকে যিনি হৃদয়ে ধারণ করেন, উনি সোনেলা ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় পাবেই আপু।
সোনেলার সোনালু শুভেচ্ছা রইলো আপু।
জিসান শা ইকরাম
প্রথম দিকের ব্লগারদের ফিরিয়ে আনার একটা উদ্যেগ গ্রহন করা হয়েছে। অবশ্য তারা এখন ফেসবুকার হয়ে গিয়েছেন। তাই ফিরানো কিছুটা কঠিন। তবে এত দিন পরে ব্লগে তারা এলে বর্তমান ব্লগারদের সাথে তাল মিলাতে পারবেন না। বর্তমান ব্লগারগন অনেক বেশি একটিভ।
সোনেলা মিশে আছে আমাদের মনের গহীনে। একে অতি যত্নে লালন পালন করছি আপনি আমি সকলে।
জয়তু সোনেলা।
শুভ কামনা
শুভ ব্লগিং।
ইঞ্জা
যদি প্রথম দিককার ব্লগাররা সোনেলায় ফিরে এসে অনিয়মিতও যদি লিখেন তা অনেক বড় প্রাপ্তি হবে ভাইজান, এর ফলে আমরা অনেক কিছুই শিখতে পারবো।
আপনার মন্তব্য “সোনেলা মিশে আছে আমাদের মনের গহীনে। একে অতি যত্নে লালন পালন করছি আপনি আমি সকলে”, সত্যি এভাবেই সোনেলাকে ভালোবাসতে হবে, কারণ সোনেলা আমাদেরকে কম দিচ্ছেনা।
সোনেলার সোনালু শুভেচ্ছা জানবেন ভাইজান,,সাথে কৃতজ্ঞতা অশেষ।
জয়তু সোনেলা।
শুভ কামনা
শুভ ব্লগিং।
খাদিজাতুল কুবরা
সোনেলায় এসে সিনিয়র ব্লগারদের উৎসাহে আন্তরিকতায় কখনো কমতি পাইনি।
একসাথে সাহিত্যের রথে চলার প্রত্যয়ে শুভ হোক নবম বছরের প্রতিটি দিন।
ইঞ্জা
সোনেলার বিশেষত্বই এইটা যে সিনিয়ররা নবীনদের সবসময় উৎসাহিত করতে থাকবে।
সোনেলার সোনালু শুভেচ্ছা আপু। 😊