বুনট-হাতের কাছে ই ছিল এই সম্প্রসারণ
সবার আন্তরিক সরব/নীরব ঔজ্জ্বল্যে অষ্টম থেকে নবম  বর্ষে,
দিকদিগন্তে উল্লসিত কালের মিলন মেলায়।
শান্ত সুদর্শন সূর্যোদয়ের সমাহিত সম্প্রসারণ
আমাদের এ সোনেলায়।

স্মরণ কালের উদয়স্ত হাতরে,উল্টোমুখি বাতাস
ডিঙ্গিয়ে, সোনেলা রোদের আঁচল জড়িয়ে
সুনীল দু’চোখে দেখি আত্মার আত্মীয়, আমি ও আমরা;

প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।
বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
আমাদের এ সোনেলা পরিবারে।

ছবি নেট থেকে।

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ