বছর
জুড়ে অপেক্ষা আসবে কবে সেদিন
কত আকাংখা,কত অপেক্ষা,
কত আয়োজন হে নববর্ষ তোমার জন্য ।
নববর্ষ তোমাকে চাই
শিল্পীর তুলিতে,
কুমারের হাতের মৃৎশিল্পে,
কবির কণ্ঠে ঝরা কাব্যে ।
নববর্ষ তোমাকে চাই
নতুনরূপে,নতুন সাজে
কিশোরীর হাতের রঙিন চুড়ি ও
শাড়ীতে ।
নববর্ষ তোমাকে চাই
কৃষকের ঢেউ ভাঙ্গা হাসিতে
শিশুদের হাতের ছোট্ট খেলনায়
মায়ের হাঁতের নকশী কাঁথায় ।
হে নববর্ষ তুমি হয়েছো এক
মিলনমেলা
অগণিত বাঙ্গালীর হাসি-কান্না
সব দুঃখ মুছে দাও সুখের পরশ ।
তোমার জন্য
ঘরে ঘরে বইছে উৎসবের
হাওয়া,
বাঙ্গালীর হৃদয়ে আনন্দ ছোঁয়া।
সবার মনে সবার প্রানে নববর্ষের
শুভেচ্ছা ।
(বি:দ্র লেখা টা অনলাইন নিউজ বিডি রির্পোটস ২৪ এ
প্রকাশিত হয়েছে )
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অনেক বেশি মিস করছি এই দিনটা।। সবার আনন্দ দেখে তবু অনেক ভালো লাগছে।।
শুভ নববর্ষ আপু -{@
স্বর্গের মেঘ পরী
শুভ নববর্ষ । নতুন বছর বয়ে আনুক আপনার জীবনে সুখের বার্তা । শুভ কামনা রইল
সীমান্ত উন্মাদ
শুভ নববর্ষ। আপনার আশাপূরন হোক কালের মুহুর্তে।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা।
নতুন বছরের শুভেচ্ছা নিন।
প্রজন্ম ৭১
আপনি তো বেশ ভালো লিখেন।
প্রিন্স মাহমুদ
ভালো লিখেছেন