নববর্ষে শুভ কামনায় বাংলাদেশ !

সুপায়ন বড়ুয়া ১ জানুয়ারি ২০২০, বুধবার, ০৩:৪০:১০অপরাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

 

দিনের শেষে বছর ঘুড়ে আসবে নতুন দিন
বরণ ডালায় দাঁড়িয়ে সবাই গুচবে তাদের ঋণ।
বন্ধু আমার আশায় থাকে জ্বলবে নতুন আলো
আঁধার ঘরে তারার আলোয় থাকবে সুখে ভালো।

আতশ বাজির রঙের আলোয় সাজবে আকাশ জুড়ে
সাগর তীরে ঢল নেমেছে প্রাণ পেয়েছে ফিরে।
কৃষক আশায় বুক বেঁধেছে ফসল ফলবে ভালো
শ্রমিক ভাইরা স্বপ্ন বুনে ন্যায্য মজুর পেলো।

নতুন বইয়ের গন্ধ শুকে জমবে শিশুর মেলা
পাঠশালাতে ফিরবে প্রাণ নবীন বরণ ডালা।
অর্থনীতির চাকায় আজ লাগছে প্রাণের হাওয়া
আম-জনতা বুক বেঁধেছে সেটাই বড় পাওয়া।

লোড শেডিং এর জ্বালায় সেদিন মরচে পড়ত কলে
কারখানা আজ সচল থাকে দিন রাত্রি চলে।
অন্ধকারে থাকত বসে বই পত্র খুলে
সেই ছাত্র পড়ে আজ বিদুৎ বাতি জ্বেলে।

মোমবাতিতে করত যারা সেহরী ইফতারি
তারাই আজ নামাজ পড়ে এসির বাতাস ছাড়ি।

সারা বাংলায় লাগছে আজ উন্নয়নের ঢেউ
সেটা নিয়েও প্রশ্ন তোলে মুখ চেনাদের কেউ।
দারিদ্রের হার কমেছে চল্লিশ থেকে বিশ
প্রবৃদ্ধিতে রেকর্ড গড়া ৮.১৫, করে ফিস ফিস।

মাথা পিছু আয় বেড়েছে ৫৬০ থেকে ১৯৯০ ডলার
মধ্যম আয়ের দেশে যাবে লাগলো খুশীর জোয়ার।
কৃষিখাতে ভুর্তুকী যায় মিলিয়ন কোটি টাকা
মেট্রো রেলের চাকায় ঘুড়বে প্রাণ প্রিয় ঢাকা।

রপ্তানীতে আয় বেড়েছে ১.০৫ থেকে ৪১.১ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ে ০.৩৪ থেকে ৩.৩ বিলিয়ন ডলার।
নতুন আশায় বুক বেঁধেছে রেমিটেন্সের চ্যানেল
বন্দর নগরী চট্টলায় হয় কর্ণফুলী টানেল।

সিটিসেলের দিন শেষে আজ মোবাইলে একটি দেশ
মহাকাশ জয় করিল স্যাটালাইটে বাংলাদেশ।
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় ধুলায় মিশে মান
পদ্মার বুকে জেগে উঠে বাংলাদেশের সম্মান।

সকল আলোর পিছে থাকে নিকষ অন্ধকার
পেঁয়াজ লবনে গুজব রটায় পকেট কাটে সবার।
সকল কাজের পিছে থাকে বিশেষ ছাড়পোকা
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার ধোঁকা।

ঋণ খেলাপীর তালিকা আজ দিনে দিনে বাড়ে
শেয়ার বাজার কেলেঙ্কারীতে ধুকে ধুকে মরে।
ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলে আজ
বাংলাদেশ হবেই সফল পড়বে মুকুট তাজ।

নতুন দিনের সুর্য উঠে নতুন দিনের মান
বাংলা আমার মাতৃভুমি গাই বিজয়ের গান।
লাখো শহীদের রক্তে ভেজা বাংলা আমার প্রাণ
বিশ্বসভায় ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাম !

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ