নবজন্মের আহ্বানে

সুপর্ণা ফাল্গুনী ৮ জুন ২০২০, সোমবার, ১০:০০:০১অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

প্রগলভতা চিদাকাশটায়-
বৃষ্টি ভেজা চন্দ্রের মাখামাখি পঞ্চমী-তিথীতে।
ক্লান্ত মন ভাবনার শাখে শাখে
বেদনাকে নিমন্ত্রণ জানায় মৃদঙের সুরে;
প্রেম-বিরহী বাসনার নদী-তীরে
চার-প্রহরের হিসাবে গরমিল,
অবশিষ্ট প্রহর এলোমেলো।

তীব্র তাপদাহে লোকলজ্জা ভুলে বর্ষা আসে অভিসারে;
উত্তপ্ত বনানীকে শীতলতায় ছুঁয়ে যায় গভীর আলিঙ্গনে।
প্রলয়ংকারী তান্ডবে দুমড়ে-মুচড়ে যায়
চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি;
এ অভিসার পুনঃ পুনঃ চলমান-
আদিম সভ্যতার আঁচলের খুঁটে নবজন্মের আহ্বানে।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ