নদ নদী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ জুলাই ২০২১, শুক্রবার, ১২:১৩:১২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
  • নদের চলা বঙ্গের বুকেকি
  • মনোরম শোভা,
  • তরুর ছায়া মনের মায়া
  • গগনে জ্বলে নোভা।
  • নদীর তীরে পাখির নীড়ে
  • সুন্দর কলতানে
  • মাঝির কন্ঠে ভালো মানায়
  • সতত প্রিয় গানে।
  • সবুজ তরু নয়ন কাঁড়ে
  • মনে লাগে'রে ভালো,
  • পাতা বিহীন সবুজ তরু
  • দেখায় যেন কালো।
  • তরুর মায়া সবুজ ছায়া
  • শীতল করে প্রাণে,
  • রাখালের যে সময় কাটে
  • বাঁশি হাতেই গানে।
  • নদী সতত বয়ে চলে'রে
  • বঙ্গের অঙ্গ দিয়ে,
  • গোসল করে বঙ্গের সবে
  • কাঁদে শিশুর হিয়ে।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
(১০+৭ অক্ষরবৃত্ত মহাপয়ার)
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ