নতজানু পৌষ রোদ্দুর

তৌহিদুল ইসলাম ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৬:১৮:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

হিম শীতে বিষণ্ণ মায়াকাব্যের পরতে পরতে
জড়িয়ে থাকা শিশিরকণার আস্তরণে
একফালি রৌদ্রজ্জ্বল আলোক ফোঁটা,
অস্তমিত মনের ভাবনার বেড়াজালে বন্দী
চূর্ণবিচূর্ণ আক্ষেপমালার ভারে নুয়ে পড়েছে।

অন্ধকূপের ব্যাঙ্গমী-
আমড়া কাঠের কালো চশমা চোখে
গলায় মুক্তোর মালার জট পাকিয়ে
সন্ত্রস্তার সাথে বিরামহীন আপোষে লিপ্ত।
বহুরূপী দিনরাত্রির বাহ্যিক বদনে ময়ূরীর সাজ
এ যেন তীর্থের কালো দাঁড়কাক!

কুলকুল স্রোতের উষ্ম সময় বহতায়
শুভ্র শিশির শুকিয়ে যায়,
রুপান্তরিত মায়াকাব্য মহীরুহ খোক্কশের গল্পে
জন্ম হয় লক্ষ ব্যাঙাচির।
কুচকুচে বর্ণে কিলবিল জনস্রোতে
বাতুলাগার হিংস্র আস্ফালন গোগ্রাসে গিলছে-
নতজানু পৌষ রোদ্দুরের সোনালী আলোকে।

[ছবি- নেট থেকে]

৫৭৬জন ৪০৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ