নক্ষত্র সময়

তৌহিদুল ইসলাম ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৪:১৬:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা
অপলক সকাল দুপুর রাত্রিতে
ঐ দূরপানে কে যায় আসে।
শব্দেরা হাহাকারে দুঃস্বপ্নে খেলা করে;
ডায়েরির পাতায় লুডুর ছকে।

ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে
জন্ম নেয়া ভ্রূণঘ্ন পিন্ডের দীর্ঘশ্বাসে
চমকে উঠি ক্ষণেক্ষণে!
দাবী-দাওয়া শিকেয় উঠেছে;
অনাগত গোধূলির নিষ্প্রাণ কুহুকতায়
বেঁচে থাকার আকুতি আকাশে বাতাসে।

হে সমরসঙ্গী, মনে রেখো সময়ে
নক্ষত্রেরও রাত আসে
সূর্যালোকে তারাও বিলীন হয়ে যায়!
ক্যানভাসে বেঁচে থাকে স্মৃতিকথা-
প্রজ্জ্বলতায় আড়ালে আবডালে।

- সোনেলা ব্লগের ডেভলপার এবং ব্লগার আমাদের প্রিয়জন নাজমুল আহসান ও নাজিয়া তাসমিন যুগলের আদরের কন্যাটির জন্য সুস্থতা প্রার্থণা করছি।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ