
বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা
অপলক সকাল দুপুর রাত্রিতে
ঐ দূরপানে কে যায় আসে।
শব্দেরা হাহাকারে দুঃস্বপ্নে খেলা করে;
ডায়েরির পাতায় লুডুর ছকে।
ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে
জন্ম নেয়া ভ্রূণঘ্ন পিন্ডের দীর্ঘশ্বাসে
চমকে উঠি ক্ষণেক্ষণে!
দাবী-দাওয়া শিকেয় উঠেছে;
অনাগত গোধূলির নিষ্প্রাণ কুহুকতায়
বেঁচে থাকার আকুতি আকাশে বাতাসে।
হে সমরসঙ্গী, মনে রেখো সময়ে
নক্ষত্রেরও রাত আসে
সূর্যালোকে তারাও বিলীন হয়ে যায়!
ক্যানভাসে বেঁচে থাকে স্মৃতিকথা-
প্রজ্জ্বলতায় আড়ালে আবডালে।
– সোনেলা ব্লগের ডেভলপার এবং ব্লগার আমাদের প্রিয়জন নাজমুল আহসান ও নাজিয়া তাসমিন যুগলের আদরের কন্যাটির জন্য সুস্থতা প্রার্থণা করছি।
৩৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আল্লাহর কাছে এই শিশু কন্য সহ সবার সবল সুস্থতা কামনা করছি।
আপনাকেও ধন্যবাদ এমন লেখাটির জন্য।
নাজমুল আহসান
মাশাআল্লাহ, কন্যা সুস্থ আছে। আপনাকে ধন্যবাদ।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন সবসময়। দোয়া রাখবেন।
রোকসানা খন্দকার রুকু
সুস্হতা কামনা করছি। আল্লাহ তাকে ভালো রাখুক।
নাজমুল আহসান
আল্লাহর রহমতে কন্যা এখন সুস্থ আছে। আপনাকে ধন্যবাদ।
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
আল্লাহ ভরসা। মা, তুমি দ্রুত সুস্থ হয়ে আবার হাসবে ও খেলবে।
দোয়া থাকলো
নাজমুল আহসান
আপনাদের দোয়ায় মেয়ে এখন ভালো আছে। ভালো থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।
শুভ কামনা।
নাজমুল আহসান
মেয়ে এখন সুস্থ আছে দাদা। আপনার জন্যেও শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
ভাল লাগলো জেনে।
অসুস্থ বললেই বুকটা ধরে
খারাপ সময় বলে।
যত্ন নেন। নিরাপদে থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সুস্থ করে দিন মামনি কে। ভাই ভাবীর জন্য শুভ কামনা রইলো। আপনাকে ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য।
নাজমুল আহসান
মা-মেয়ে উভয়েই সুস্থ আছে। আপনার মঙ্গল হউক।
আলমগীর সরকার লিটন
অবশ্যই দোয়া করছি তারাতারি সুস্থতা দান কর মহাআল্লাহ আমিন
নাজমুল আহসান
আলহামদুলিল্লাহ, মেয়ে এখন সুস্থ আছে। ভালো থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন ভাই।
মোঃ মজিবর রহমান
তাঁদের সন্তান দ্রত সুস্থ হোক এই কামনা মহান আল্লাহর নিকট।
নাজমুল আহসান
আল্লাহর রহমতে মা-মেয়ে সুস্থ আছে। আপনার জন্যেও দোয়া রইল ভাই।
তৌহিদ
আল্লাহ সহায়, ভালো থাকুন ভাই।
সুরাইয়া পারভীন
মহান রাব্বুল আলামীন বাবুটিকে সুস্থতা দান করুক। সুস্থ সবল সুন্দর ভাবে বেড়ে উঠুক। ভালো থাকুক, বাবা মায়ের আলোকিত করুক। আমীন
নাজমুল আহসান
আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন।
রেহানা বীথি
সদ্য আলোর মুখ দেখা শিশুটি মা-বাবার কোল আলো করে রাখুক। সুস্থ হয়ে উঠুক সে, পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি।
নাজমুল আহসান
মেয়ে এখন সুস্থ আছে। সকল প্রশংসা আল্লাহর।
তৌহিদ
ধন্যবাদ আপু। দোয়া রাখবেন।
শামীম চৌধুরী
দাঁত ভাঙ্গা শব্দ ও শব্দের গাঁথুনীমালা চমৎকার। মনোমুগ্ধকর।
নাজমুল আহসান
ধন্যবাদ। দোয়া করবেন।
তৌহিদ
ভালো থাকুন ভাই। লেখাটি খুব কঠিন নয় কিন্তু। সহব্লগারের প্রতি সমবেদনা এবং সাহস যোগানো আমাদের সকলেরই কর্তব্য।
ভালো থাকুন ভাই।
উর্বশী
চমৎকার শব্দের বিন্যাস ঘটিয়েছেন।
দ্রুত সুস্থতা কামনা করছি।
সব অবসান ঘটিয়ে পরিবারের সবাই সুস্থতা নিয়ে ফিরে আসুক,আল্লাহ পাক যেন তাদের সেই তৌফিক দান করেন—- আমীন।
নাজমুল আহসান
আলহামদুলিল্লাহ। মেয়ে এখন সুস্থ আছে। দোয়া করবেন।
তৌহিদ
আমীন, আপনিও ভালো থাকুন আপু।
নাজমুল আহসান
মেয়ে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। একটু বিলিরুবিন বেড়ে গিয়েছিল। এখন ঠিক আছে।
দোয়া করবেন ভাই। পোস্ট দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।
তৌহিদ
আলহামদুলিল্লাহ! বাবু ভালো আছে জেনে খুব ভালো লাগছে ভাই। আপনারা আমাদের সকলের আপনজন। সুখে দুঃখে পাশে থাকবো এটাই চাওয়া।
শুভকামনা সবসময়।