নক্ষত্রের ডাক

কামরুল ইসলাম ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০৮:১৯:২৮পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

ঘুরে ফিরে এক দিন হারাবো,  নক্ষত্রের কোলে ~

ভুমিষ্ঠ হওয়া পৃথিবীর, খ্যাতি যশ সব ভুলে ~ 

সত্যকে স্বপ্ন দেখোনা,  স্বপ্নকে দাও সত্যে রুপ ~ 

দিন শেষে আঁধার নামে,  লেনদেন ফুরায়,  কোলাহল নিশ্চুপ ~ 

মেঘ দেখে গুনে নাও আকাশের,  বৃষ্টির সম্ভাবনা ~ 

আঁধার কাটিয়ে ভোরে,  আলো দেখবে কিনা,  সম্ভব না ~ 

ক্ষুদ্র মনে হাজারো আকুতি, রাশি রাশি অভিপ্রায় ~ 

ছুটেছি প্রয়োজনে, ফিরেছি বিয়োজনে,  হয়নি দায় আদায় ~

হেঁলে যাওয়া সুর্য্যের গৌধুলী রঙে, ধূসর অবয়ব ~ 

নীড়ে ফেরা পাখীর কন্ঠে,  বিদায়ের কলরব ~ 

সুর হয়ে বাঁজে প্রাণে,  জীবনের ঐক্যতান,  অবেলায় ~ 

এক দিন সাড়া দিবো,  নক্ষত্রের ডাকে,  জীবনের খেলায় ~ 

এ হাসি,  এ গান,  ধরে রাখিবে কি কেউ তার মান ~ 

যা দিয়েছি প্রেম,  ফিরে দেখা তার অবদান ~ 

উজানে ভাসা জীবন, সময়ের হাত ধরে,  ফিরবে না ভাটার বানে ~ 

এই আছি,  এই নাই,  অপেক্ষার প্রহর, নক্ষত্রের টানে । 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা ঃ ২৪/০৮/২০১৯ 

ঢাকা,

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ