নক্ষত্রের আলো-ছোঁয়া

ছাইরাছ হেলাল ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৫১:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

কেউ কথা রাখে না, সে-ও রাখেনি!
কলেজ থেকে দুম করে জানিয়ে দিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে,
এ আর এমন কী! এ-তো হর-হামেসাই হয়/হচ্ছে!
তাই নাকি! শীতের পিঠে-পুলির মত, চাইলেই পাওয়া যায়!
কৈ! আগুনে/আগুইন্না পিঠা!
কেউ তো দিল-না/দেয়-নি/দেবে বলেও মনে হয় –না!
এই জাঁকানো শীতে।

সব পরীক্ষায় সব সময় কিছু একটা হওয়া,
এতো অভ্যাস হয়ে যাচ্ছে! সামনে পড়ে থাকা
জানা-অজানা ঝড়-বৃষ্টি, ক্ষর-তাপ, হিম-শীত!
কী কী ভাবছে কে জানে!
তখন প্রথম-গুলো সাথে থাকবে তো!
না-কী একলা ফেলে পালিয়ে যাবে!
গেলে যাবে!
কত কিছুই তো গেল! এ এমন কিছু না।

ছায়া-পথের কোন এক জানা/অ-জানা নক্ষত্র
আলো ফেলে রেখে যাবে আড়াল-অলক্ষ্যে,
বা পুরোটাই ঢেকে ফেলবে আধারে, কে জানে!
শান্ত মনে চারপাশ দেখি অতিশয় সাবলীলতায়
একদা চাঁদ এঁকেছি নিশীথে অঙ্কন-শৈলি না জেনে;

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ