নকশীকাঁথা

প্রিন্স মাহমুদ ৫ অক্টোবর ২০১৩, শনিবার, ০২:৪৯:৩০পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

১. নিঃসঙ্গ জার্নাল ..

দুঃখের স্রোত
স্মৃতির রোদ
আমার পথ চলা , হতাশায় ....
হয়ে সাধারণ
সংগ্রামী আমরন
আমার কথা বলা , অতৃপ্ত বাসনায়...

সপ্নের সীমানা
হারিয়েছে ঠিকানা
আমার বেঁচে থাকা , যন্ত্রনায় ...
বিষাদী শহর
বাসনা প্রহর
নিজেকে খুঁজে পাওয়া ,অযাচিত ছলনায় .... ।

২. গান..

নিঃশব্দের গান শুনি
হারানো সুখের অতল গভীরে
গিয়ে প্রতীক্ষা প্রহর গুনি ...
অস্থির মৌনতায় ,
পৃথিবী ভরে গেছে রুপোলী
আলোর শূন্যতায় .... ।

৩. কইতরি...
আমার কথায় কষ্ট পেলে
কৈতরি তুমি যেওনা ভুলে
এমন যেন কখনো হয়না
নীরবে তোমার চোখের জলে
কিছুটা কাজল মুছে গেলে
আমার একেলা বেদনা সয়না

( সুফি ভাইয়ের কইতরিকে )

৪. জুয়া ..

কেন তোমার আনাগোনায়
আমার উদাস মন
কেন আমার হৃদয় জুড়ে
তোমার অবাধ বিচরণ ?
কেন তোমার লীলাখেলা
ক্যামনতর ছোঁয়া
যখন তখন মনের ঘরে
খেলছ কেন জুয়া ?

৫. ছায়া ..

বুকের ভেতর কষ্ট দিয়ে
গড়েছি এক আকাশ
সে আকাশে বিরহী ছায়া
আর গুমোট বাতাস ।

স্বপ্নগুলো হিম ঘরে শুয়ে
আছে বেদনা মলিন সুখে
জীবনের চাওয়া পাওয়ার
হিসেব মেলাই পরাজিত মুখে ।

৬.. ভালোবেসে ভুল করেছি

ভালোবেসে ভুল করেছি
ভালোবেসে ভুল করেছি
ভালোবেসে ভালবাসাকে ভুল জেনেছি
ভালোবেসে ভালবাসাকে ভ্রান্তি মেনেছি
ভালোবেসে ভুল করেছি
হৃদয় ভাঙ্গার ভালোবাসায়
ভালোবাসার সংজ্ঞা জেনেছি
ভালোবেসে ভুল করেছি ...
৭. নামহীন ১ ..

পাইনা কেন তোমায় আমি
অলস সকাল সাঁজে ?
চাইছি তোমায় অনেক কাছে
আরো বুকের মাঝে !
৮. নামহীন ২ ..

ঘোর তৃষ্ণা নিয়ে এই বেঁচে থাকা
ব্যথাগুলো উপহাস করে নিত্য
দৃষ্টিজুড়ে নাজিফাহর সামিয়ানা
বেঁচে আছে সাথে একাকীত্ব ।
৯. খিপা

খিপা রমাআ খিপা
রআ তোক নবজী কিবা ?
রত্বেসদা ইএ নেহদ
নেমক্যা চেবে কিথা ?
খিপা রমাআ খিপা
মসঅ য়নাসবা তোক
রআ কিফাঁ ? ( উল্টো করে পড়তে হবে )

১০. নামহীন ৩ ..

কতোটা বাসনা নিয়ে তোমায় এঁকেছি
হৃদয়ে লালিত কতোটা কল্পনার গভীরতায় ?
বিষাদী দহনে তোমাকে আরাধ্য দেবী জেনেছি
স্রোতের দেয়াল হৃদয় জুড়ে বিরহী অহমিকায় ।
তুমি জানো না .....

১১.

তোমার দিলাম ইচ্ছে নূপুর

তোমার জন্য মেঘলা দুপুর

তোমার ঘিরে জড়িয়ে থাকে

শীত জড়ানো আশা

সুখসারিদের আহবানে জোনাক

জ্বালে মেঘলা ভালোবাসা ।
আমি কিছুদিন ধরে লিখতে পারছিনা । একজন আমাকে প্রায়
জিজ্ঞেস করেন , আমার কি সমস্যা ? লিখিনা কেন ? কিছু প্রশ্নের উত্তর হয়না ।
উনি তা জানেন । জেনেও ... উৎসর্গ ... আফরি আয়েশা .. আপনাকে ।
আমি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি , কীভাবে বুঝাই !

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ