ধারে পাওয়া এক চিমটি উষ্ণতা

ছাইরাছ হেলাল ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৫:৪৪:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

কী-হতে-পারতো-র বাইরে গিয়ে, কী কী হয়নি/হবেও-না
ভাবতে মন্দ লাগছে না, এই শীতের বৃষ্টিতে;

আধো-বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের আঁধার-হাতছানিতে,
দুপুর-সূর্য আলগোছে সরে সরে যাবার পায়তাঁরা সন্ধ্যা সূর্যতে,
তারাদের ইশারা-ভ্রুকুটি রক্তিম চিবুক বাড়িয়ে,
রহস্য চাঁদের উদ্ধত-উদ্যত-উন্মুক্ত বুকে,
কী কী হয়! কী কী হয়-না! কে জানে!

বিলম্ব-যাত্রায় দরজার বাইরে দাঁড়িয়ে
এমন কী ই বা হতে পারে/পারতো এ অ-বেলায়!

হে আগত শৈত্য প্রবাহ, ‘প্রবেশ নিষেধ’ নিয়ে নয়!
অন্তত এবারে সামান্য একটু উষ্ণতার ধার নয়ে এসো;
দিও অগুণে-পিঠা!

ছবি......নেটের

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ