
চারিদিকে ধর্ষণের আহাজারি! আজ শুধু নারীর দেহ ধর্ষিত হচ্ছে না;
আজ ধর্ষিত হচ্ছে শিশুর নরম তুলতুলে শরীর, বর্ষীয়ান বৃদ্ধার কোচকানো চামড়া।
ধর্ষিত হচ্ছে মনের যত ভাবনা গুলো, ধর্ষিত হচ্ছে আমার লেখার কলমখানি।
ডায়েরীর পাতাগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে ধর্ষণের ঘর্ষণে।
শব্দগুলো ডুকরে কেঁদে ওঠে ধর্ষণের জাঁতাকলে পিষ্ট হয়ে।
ধর্ষিত হচ্ছে ঘুমিয়ে থাকা স্বপ্ন রাশি দুচোখের পাপড়িতে,
আমার মায়ের হাসি, বোনের আশা ধর্ষিত হচ্ছে নীরবে চোখের জলে।
পাখির কলকাকলিতে ধর্ষণের আহাজারি নিত্য খেলা করে,
পত্রপল্লব ছিন্নভিন্ন হয় ঝড়ো হাওয়ার সাথে।
মেঘের ঘর্ষণে নীলাম্বর আজ ধর্ষিত অষ্টপ্রহর,
ধর্ষিত পাপড়ির শিরা উপশিরা ভ্রমরের মধু আহরণে।
বর্ষণধারায় ধর্ষিত হচ্ছে সোঁদা মাটির বিছানা,
ধর্ষিত হচ্ছে মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা।
ধর্ষিত হচ্ছে রাষ্ট্র, জন্মভূমি, উত্তাল গঙ্গার লহরী, পাহাড়, জলাশয়।
ধর্ষিত হচ্ছে চির গহীন অরণ্য, চাঁদ ও কলঙ্কিত যুগ যুগের কল্পকাহিনীতে।
পথের বেনামি কুকুর গুলো ও ধর্ষিত হচ্ছে মানব শরীর দ্বারা,
ধর্ষিত হচ্ছে নর্দমায় পড়ে থাকা পাগলীটা, পাহাড়ের পর্বতকন্যা।
ছবি-গুগল
২৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ধর্ষিত হচ্ছে মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা।
ধর্ষিত হচ্ছে রাষ্ট্র, জন্মভূমি, উত্তাল গঙ্গার লহরী, পাহাড়, জলাশয়।***
ধর্ষক যদি এই অর্থ বুঝতে পারত তাহলে তো কথাই ছিল না।
সে বোধহীন পশু॥ একনাগারে ধংসের খেলায় মেতেছে।
আশা রাখি তাদের বোধোদয়ের সময় আসুক।
ভালো লাগলো দিদিভাই।
শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রথম হবার জন্য 🌹🌹। আপনার সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি কিছুটা হলেও বোধোদয় হবে । নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
নাজমুল হুদা
ধর্ষিত হচ্ছে আজ সব। এই ব্যাধি থেকে জাতি মুক্তি পাক, নইলে ধ্বংস হোক।
সুপর্ণা ফাল্গুনী
সহমত । এটাই হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
আমরা কেউ ই মুক্ত না এই অভিশাপ থেকে। এ যেন অতি বৃহৎ অক্টপাস,
ক্রমাগত জড়িয়ে নিয়ে গিলে খাচ্ছে।
সুপর্ণা ফাল্গুনী
তাইতো দেখতে পাচ্ছি আমরা আসলে কেউই মুক্ত নই তা না হলে মাদ্রাসার শিক্ষক দ্বারা কেন বলাৎকারের ঘটনা ঘটছে। বৃহৎ অক্টোপাস গিলে খাচ্ছে সব। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
খুবি ভাল লেখেছেন হাজার স্যালুট জানাই কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো লাগলো । নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
রেহানা বীথি
ধর্ষণ এখন সবচেয়ে ভয়ঙ্কর মহামারী আমাদের দেশে। বিবেকশূন্য হয়ে পড়ছে মানুষ। খুব খুব ভালো লিখেছেন আপু।
ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যে খুব ভালো লাগলো আপু। হ্যাঁ এটা এখন মহামারি আকার ধারণ করে। কোন অন্ধকারে ডুবে যাচ্ছি জানিনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
ফয়জুল মহী
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ।কিন্তু চার সন্তানের মা গণধর্ষণকারীও জামিন পায়। পুলিশ এবং উকিল বাবারা , নারী নিরহ মা‘দের তোরা বাঁচতে সাহায্য কর।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। কিছু বলার ভাষা নেই। আইনের আসনে বসে অন্যায় তাহলে বিচার পাব কিভাবে?
শামীম চৌধুরী
এই ধর্ষন থেকে কেউইতো রেহাই পাচ্ছে না।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই তো দেখতে পাচ্ছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুপায়ন বড়ুয়া
“ধর্ষিত হচ্ছে মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা।
ধর্ষিত হচ্ছে রাষ্ট্র, জন্মভূমি, উত্তাল গঙ্গার লহরী, পাহাড়, জলাশয়।“
দিদি লিখলেন ভাল কঠিন কঠোরে।
দিনযে হারিয়ে যায় অন্ধকারে।
তাই লিখেন সীমিত বিচারে।
ধর্ষিত হচ্ছে মন্দিরে, গীর্জায়, প্যাগোডায়
যদি থাকে প্রমান সহকারে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সবখানেই তো ধর্ষণ হচ্ছে দাদা। খুব খারাপ সময় পার করছি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
বাংলাদেশ ধর্ষিত!
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ তাই আপু। খুব বাজে অবস্থায় আছি। জানিনা কবে এ থেকে মুক্তি মিলবে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন
ইসিয়াক
কবে পাবে বাংলাদেশ এই ব্যাধি থেকে মুক্তি? আদৌ কি পাবে? ক্রমশ পাপাচারে নিমজ্জিত আমাদের সমাজ।
হতাশা ঘিরে আসছে ক্রমশ………
সুপর্ণা ফাল্গুনী
সে প্রশ্ন তো আমার ও ভাইয়া। আমাদের মন মানসিকতা, সমাজ পুরোটা ই পাপাচারে নিমজ্জিত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
উর্বশী
সমসাময়িক চমৎকার লেখা । দেশ,পরিবেশ, রক্ষাকারী, কোনো কিছুই ঠিক নেই সব টালমাটাল । নেশা ঘোরে মাতলামী করলে শান্তনা খুঁজে পাওয়ার চেষ্টা করে যে,নেশা করেছে বলেই মাতলামী,পাগলামী করে। কিন্তু রক্ষক কারী যদি ঠেকানো বাদ দিয়ে মজা দেখার নেশায় থাকেন,তাহলে আর কিছুই হয়না। অশান্ত পরিবেশ।কষ্টের বিষয় হলো যখন প্রধান গন বলেন,পৃথিবীর সব রাষ্ট্রেই এধরনের ঘটনা কম বেশী ঘটে। তখন ভাষা হারিয়ে যায়। অফুরান শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর, সুচিন্তিত মন্তব্য এর জন্য অফুরান কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক, প্রধানরা যদি আবাল মার্কা কথা বলে ঘটনার গভীরতাকে উপহাস্য করে তুলে সেখানে সাধারণ মানুষের কিছু করার থাকে না নীরব দর্শক হওয়া ছাড়া, তাতে করে এসব অনিয়ম, অন্যায় বাড়বে বৈ কমবে না। শুভ কামনা রইলো অহর্নিশি। ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
সেদিন ফেবুতে পড়লাম
‘ভাগ্যিস প্রধান মন্ত্রী সিকিউরিটি নিয়ে ঘোরে নয়তো ধর্ষকের চোখে সেও নারী’ ভেবে দেখুন অবস্থা। কোথায় বাস করছি আমরা।
প্রতিবাদী কবিতা ভালো লাগলো দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা। পোষাক যদি দায়ী হয় তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রীর ধর্ষণ হবার কথা আগে শুধু তাদের সিকিউরিটি আছে বলে রক্ষা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
তৌহিদ
খোলামেলা পোষাকের কারনে ইউরোপ আমেরিকায় তাহলে প্রতি সেকেন্ডে একটা করে ধর্ষণ হতোনা কি?
রাস্তা দিয়ে একটা মেয়ে টি শার্ট পড়ে বের হলেই যদি আপনার কাম জাগ্রত হয়, ধর্ষণ করতে ইচ্ছে হয় তাহকে সমস্যা আমাদের মননে, চিন্তায়। আগে তার চিকিৎসা হওয়া দরকার।
সুন্দর বলেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই। ইন্ডিয়াতে আরো বেশি হবার কথা ছিল। মানসিকতার পরিবর্তন না হলে কোনভাবেই এটা ঠেকানো সম্ভব নয়। এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে পরিবার থেকেই। পরিবার, সমাজের যোগসাজশে, ছত্রছায়ায় এমন চরম বিপর্যয় নেমে এসেছে।কারণ পুরুষদের কোন বিচার হয়না এসব ধর্ষণে, তারপর বিচার ব্যবস্থা তো আরো করুন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল