ধর্ষিতার চিৎকার

নিরব সাগর ৭ অক্টোবর ২০২০, বুধবার, ১২:২৫:০৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

ধর্ষিতার চিৎকার যেন হায়

তীব্র কোন আরজ ।

আর্তনাদে বলছে সে তো

এরা কোন জারজ‌।

 কেমন করে নিতে পারে

      নারীর সম্ভ্রম ।

নয়তো এটা পাশ্চাত্য দেশ

ব্রিটিশ কিংবা রোম ।

অসহায়ের উপরে যারা

 দেখান ক্ষমতা ।

সত্যিকারের কাপুরুষ তারা

 নেই যে পুরুষতা ।

যারা দেখান নারীর উপর

 নিজের ক্ষমতা।

পশু হচ্ছে এদের তবে

 প্রকৃত জন্মদাতা।

মানুষের ঘরে জন্ম নিলেই

  হয়না সবাই মানুষ।

মানুষ হতে প্রথমে লাগে

 বিবেক বুদ্ধি হুঁশ।

স্বাধীন দেশে আজ পরাধীন

    নারীর অধিকার।

করতে হবে আন্দোলন তবে

  আবার স্বাধীকার।

রুখতে হবে অন্যায় আজি

হতে হবে সোচ্চার।

ফাঁসির দড়িতে ঝুলাতে হবে

সকল বর্বরতার।

সমাজটাকে সুন্দর করতে

 আসবেনা ঈসা মুসা।

সবাই মিলে জ্বালাতে হবে

জুলমাত ভেদি ঊষা।

৫৪৫জন ৪৪০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ